ইসরাইলের গণতন্ত্র ও মুক্তির জন্য হুমকি দাবি করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নতুন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন দেশটির হাজারো নাগরিক। নেতানিয়াহুকে ইসরাইলের ইতিহাসে সবচেয়ে ডানপন্থী রাজনীতিবিধ হিসেবে বিবেচনা করা হয়।
শনিবার বিক্ষোভকারীরা দেশটির অন্যতম প্রধান শহর তেল আবিবে জড়ো হন। শুক্রবার ইসরায়েলের ৭৪ বছরের ইতিহাসে সবচেয়ে ডানপন্থী ও ধর্মীয়ভাবে রক্ষণশীল সরকার শপথ নেয়।
নেতানিয়াহু সরকারের কর্মপরিকল্পনা অনুযায়ী,দখলকৃত পশ্চিম তীরে অবৈধ বসতির সংখ্যা বাড়ানো থেকে শুরু করে বিচার বিভাগের ক্ষমতা কমানো ছাড়াও ব্যাপক সংস্কার করবে বলে জানা যায়।
বিক্ষোভকারীরা ‘গণতন্ত্র হুমকির মুখে’ এবং ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে এক হও’- এসব স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভকারীদের ইসরাইলি এবং রংধনু পতাকা নিয়ে সড়কে নেমে আসেন। এই বিক্ষোভের নেতৃত্বে রয়েছেন বামপন্থী ও পার্লামেন্ট দ্য নেসেটের সদস্যরা।
বিক্ষোভকারীরা আইনমন্ত্রী ইয়ারিভ লেভিনের বিরুদ্ধে স্লোগান দেন। গত বুধবার ইয়ারিভ বিচার ব্যবস্থা নিয়ে সরকারের এক আশ্বাস তুলে ধরেন যার বাস্তবায়ন ঘটলে দেশটির সুপ্রিম কোর্টকে আরও দুর্বল করে দেওয়া হবে।
বিক্ষোভকারীদের ভেতর একজন আইনজীবী বলেছেন, ‘আমার দাদা-দাদি ইসরাইলে এসেছিলেন এখানে আশ্চর্যজনক কিছু তৈরি করতে, আমরা অনুভব করতে চাই না যে আমাদের গণতন্ত্র বিলুপ্ত হয়ে যাচ্ছে, সুপ্রিম কোর্ট ধ্বংস হয়ে যাবে।’