ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলি বন্দরের আসা যেকোনো দেশের বা প্রতিষ্ঠানের জাহাজের ওপর হামলা চালানোর ঘোষণা দিয়েছে।
হুথির মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী ফিলিস্তিনি ভাইবোনদের সমর্থনে তাদের সাগরে তাদের ইসরায়েল বিরোধী সামরিক অভিযান অব্যাহত রাখবে।
হুথি-নিয়ন্ত্রিত আল মাসিরাহ টেলিভিশন চ্যানেলে রোববার দেওয়া এক ভাষণে ইয়াহিয়া সারি এসব কথা বলেন। তিনি বলেন, ইসরায়েল ও তাদের মিত্রদের জাহাজ বিশেষ করে অস্ত্র বোঝাই জাহাজ হুথির বৈধ টার্গেট হবে।
তিনি আরও বলেন, আমাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন যে কোনও জায়গায় আঘাত করতে সক্ষম, ইসরায়েলি বন্দরের সঙ্গে কাজ করে এমন যেকোনো প্রতিষ্ঠানের সব জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে।
তিনি গাজা উপত্যকায় আগ্রাসন বন্ধ করতে এবং যুদ্ধবিধ্বস্ত ছিটমহলের অবরোধ তুলে নিতে ইসরায়েলের উপর চাপ প্রয়োগের জন্য বিশ্ববাসীকে আহ্বান জানান।
উল্লেখ্য, ২০২৩ সালে গাজা উপত্যকায় ফিলিস্তিনি-ইসরায়েলি সংঘাত তীব্র আকার ধারণ করার পর, হুথিরা সতর্ক করে দেয় যে তারা ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালাবে এবং ইহুদি রাষ্ট্রের সঙ্গে বাণিজ্য পরিচালনা করা জাহাজগুলিকে লোহিত সাগর এবং বাব এল-মান্দেব প্রণালীর জলপথ দিয়ে চলাচলে বাধা দেবে।
যতক্ষণ না পর্যন্ত তেলআবিব যুদ্ধবিধ্বস্ত ছিটমহলে ফিলিস্তিনিদের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান বন্ধ করছে, হুথির অভিযান চলবে। হুথিরা লোহিত সাগর এবং এডেন উপসাগরে কয়েক ডজন বেসামরিক জাহাজে হামলা করেছে।
চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে ফিলিস্তিনি ছিটমহল গাজায় যুদ্ধবিরতি চালু হওয়ার পর এ হামলা বন্ধ হয়ে যায়।
তবে, মার্চের শুরুতে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর হুথিরা লোহিত সাগরে ইসরায়েলি জাহাজের ওপর পুনরায় হামলা শুরু করার ঘোষণা দেয় এবং বেনগুরিওন বিমানবন্দরসহ ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা পুনরায় শুরু করে।