লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের একটি কমিউনিটি সেন্টারে ড্রোন হামলা চালিয়েছে। এ ঘটনায় অন্তত ১৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
বুধবার (১৭ এপ্রিল) লেবানন থেকে ইসরায়েলের উত্তর সীমান্তের আরব আল–আরামশি গ্রামে এ হামলা চালায় হিজবুল্লাহ।
হিজবুল্লাহ হামলার দায় স্বীকার করে বলেছে, মাত্র একদিন আগে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় দুই কমান্ডারসহ তিন সদস্য নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে। লক্ষবস্তু ছিল ইসরায়েলি সেনাবাহিনী ব্যবহার করে, এমন একটি ভবন। হামলায় ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরকভর্তি ড্রোন ব্যবহার করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ অনুযায়ী, বিস্ফোরকভর্তি ড্রোন কমিউনিটি সেন্টারের ওপর পড়ে বিস্ফোরিত হয়েছে।
এ বিষয়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, সীমান্তের বসতিতে বেশ কয়েকটি আঘাত এসেছে। আর তাদের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আক্রান্ত কমিউনিটি সেন্টারের কাছে একটি গাড়িতেও হামলা হয়েছে।
তবে এ হামলায় আহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে তারা কোনো তথ্য দেয়নি।