বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

ঈদের আগে পরে ৬ দিন লরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

ঈদুল আজহাকে ঘিরে সড়ক ও মহাসড়কে ঈদের আগে ও পরে মোট ৬ দিন সব ‍রুটে লরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (২ জুন) দুপুরে ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব নির্দেশনার কথা জানানো হয়।

ডিএমপি জানিয়েছে, সড়ক/মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ সংক্রান্তে কিছু নির্দেশনা চালক ও মালিকদের মেনে চলতে হবে। আগামী ৪ জুন থেকে ৬ জুন ও ১২ জুন ১৪ জুন মোট ৬ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখতে হবে। তবে পশুবাহী যানবাহন, নিত্য প্রয়োজনীয় গৃহস্থালি ও খাদ্য-দ্রব্য, পঁচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ঔষধ, সার, এবং জ্বালানি বহনকারী যানবাহনসমূহ এর আওতামুক্ত থাকবে।

এছাড়াও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে যেগুলো মেনে চলার জন্য সকলকে বলা হয়েছে। তার মধ্যে রুট পারমিটবিহীন বাস কোনোক্রমেই চলাচল করতে পারবে না। আন্তঃজেলা বাসসমূহকে টার্মিনালের ভিতরে যাত্রী উঠিয়ে সরাসরি গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করতে হবে, কোনো অবস্থাতেই টার্মিনালের বাহিরে সড়কের উপরে বাস দাঁড় করানো যাবে না। অনুমোদিত কাউন্টার ব্যতীত রাস্তায় দাঁড়িয়ে যাত্রী উঠানো ও নামানো যাবে না। ঢাকা মহানগরীতে প্রবেশ ও বাহির হওয়ার রাস্তা সমূহে কোনোভাবেই যানবাহন পার্কিং করা যাবে না। লক্কর-ঝক্কর, ফিটনেসবিহীন, যান্ত্রিক ত্রুটিযুক্ত ও কালো ধোঁয়া নির্গমণকারী গাড়ি রাস্তায় নামানো যাবে না।

ঢাকা-আশুলিয়া মহাসড়কের উত্তরার আব্দুল্লাহপুর থেকে কামারপাড়া হয়ে ধউর ব্রিজ পর্যন্ত সড়কটিতে ৪ থেকে ৬ জুন শুধুমাত্র ঢাকা মহানগর হতে বের হওয়ার জন্য (একমুখী) সব ‍ধরণের যানবাহন চলাচল করবে। উক্ত রাস্তার আশুলিয়া-ধউর-কামারপাড়া-আব্দুল্লাহপুর হয়ে ঢাকা প্রবেশ করবে এমন যানবাহন সমূহ আশুলিয়া-ধউর-পঞ্চবটী হয়ে মিরপুর বেড়িবাঁধ সড়ক দিয়ে গাবতলী/অন্য এলাকায় প্রবেশ করবে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের এয়ারপোর্ট টু গাজীপুর আসা ও যাওয়ার লেন দুটিতে শুধুমাত্র ঢাকা হতে বের হওয়ার জন্য (একমুখী ডাইভারসন) সব ‍ধরণের যানবাহন ৪, ৫ ও ৬ জুন ঢাকা হতে জয়দেবপুর চৌরাস্তার দিকে চলাচল করবে। উক্ত বিআরটি এর ঢাকায় প্রবেশের লেনটি দিয়ে কোনো যানবাহন ঢাকা অভিমুখে (ইনকামিং) আসতে পারবে না। মহাসড়কের অন্যান্য লেনের গাড়ি পূর্বের ন্যায় স্বাভাবিকভাবে চলাচল করবে। বিআরটি এর ঢাকা অভিমুখী যানবাহনসমূহ অন্যান্য যানবাহনের সাথে নরমাল রাস্তায়/লেনে ঢাকায় আগমন করবে।

ঢাকা শহরে ট্রাফিক জ্যাম কমানোর জন্য ঢাকা মেট্রো এলাকার বিআরটিসি বাস ডিপোসমূহের বাস ঢাকা শহর অতিক্রম না করার ব্যবস্থা গ্রহণ করতে হবে (যেমন-গাবতলী/কল্যাণপুর ডিপোর বাস রাজশাহী/রংপুর বিভাগ এবং মতিঝিল ও ফুলবাড়িয়া ডিপোর বাস চট্টগ্রাম/সিলেট বিভাগে চলাচল করবে)।

ঈদযাত্রা সংশ্লিষ্ট যানবাহনের চলাচল সুগম করার জন্য জরুরি প্রয়োজন ছাড়া অন্যান্য যানবাহন সমূহকে আগামী ৪ থেকে ৬ জুন নিচের সড়কগুলো পরিহার করে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

যে সড়কগুলো পরিহার করে বিকল্প সড়ক ব্যবহার করা যাবে সেগুলো হলো— ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক (বনানী টু আব্দুল্লাহপুর); ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক (যাত্রাবাড়ী টু সাইনবোর্ড); মিরপুর রোড (শ্যামলী টু গাবতলী); ঢাকা-কেরানীগঞ্জ সড়ক (ফুলবাড়িয়া টু বাবুবাজার ব্রিজ); ঢাকা-মাওয়া মহাসড়ক (যাত্রাবাড়ী টু বুড়িগঙ্গা ব্রিজ); মোহাম্মদপুর বসিলা ক্রসিং হতে বসিলা ব্রিজ সড়ক; আব্দুল্লাহপুর টু ধউর ব্রিজ সড়ক।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

নেপালে জেন-জি বিক্ষোভ: সেনা হেলিকপ্টারে সরিয়ে নেওয়া হলো মন্ত্রীদের

নেপালজুড়ে চলছে বিক্ষোভ। ইতিমধ্যে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন।বিক্ষোভকারীরা নেপালের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবন আগুন ধরিয়ে দিয়েছেন। এছাড়া দেশটির একের পর এক...

ঝাড়ফুঁকের আড়ালে নৃশংসতা: ধর্ষণে ব্যর্থ হয়ে কুবি শিক্ষার্থী ও মাকে হত্যা

ধর্ষণে ব্যর্থ হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তাঁর মা তাহমিনা বেগমকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে...

সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলাম গ্রেপ্তার 

সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামকে পটুয়াখালী থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোরে জেলার কলাপাড়ার আনন্দলোক ইকো রিসোর্ট থেকে...

আশুগঞ্জে সীমানা গেজেট বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন সবসময়ই অবহেলিত বলে অভিযোগ স্থানীয়দের। এর মধ্যেই নতুন করে ষড়যন্ত্রের অংশ হিসেবে এ আসনে অন্য উপজেলার দুটি ইউনিয়ন যুক্ত করা হয়েছে...

সম্পর্কিত নিউজ

নেপালে জেন-জি বিক্ষোভ: সেনা হেলিকপ্টারে সরিয়ে নেওয়া হলো মন্ত্রীদের

নেপালজুড়ে চলছে বিক্ষোভ। ইতিমধ্যে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন।বিক্ষোভকারীরা নেপালের প্রেসিডেন্ট ও...

ঝাড়ফুঁকের আড়ালে নৃশংসতা: ধর্ষণে ব্যর্থ হয়ে কুবি শিক্ষার্থী ও মাকে হত্যা

ধর্ষণে ব্যর্থ হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও...

সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলাম গ্রেপ্তার 

সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামকে পটুয়াখালী থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ...