জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের সম্মানের লক্ষ্মীপুরের রামগঞ্জে ১৬ টি গরু কোরবানি দেওয়া হয়েছে। পরে গরুর মাংস এক হাজার পরিবারের মাঝে বিতরণ করা হয়।
রোববার (৮ জুন) দুপুরে উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের বাড়িতে জাতীয় নগারিক পার্টির (এনসিপি) যুগ্মআহবায়ক মাহবুব আলম মাহির এ আয়োজন করেন। ৬ জন শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতিতে গরুগুলো জবাই দেওয়া হয়।
এদিকে কোরবানি শেষে রামগঞ্জ উপজেলার শহীদ আনোয়ার হোসেনের বাবা আল-আমিন পাটওয়ারী অসহায় মানুষের ঘরে ঘরে গিয়ে মাংসহ এনসিপির ঈদ উপহার পৌঁছে দেন।
আয়োজক জানায়, তুরস্ক ভিত্তিক সংগঠন হিউম্যাটেরিয়া রিলিফ ফাউন্ডেশন ও সোয়াবের সহযোগীতায় জুলাই অগণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সম্মানে ১৪ টি গরু কোরবানি দেওয়া হয়েছে। পরে শহীদ ও আহত পরিবারসহ সুবিধাবঞ্চিত ১ হাজার পরিবারের মাঝে মাংস ভাগ করে দেওয়া হয়। গরু জবাই থেকে শুরু করে মাংস বন্টনে সকাল থেকে দুপুর পর্যন্ত শতাধিক লোক কাজ করেছে। গরু জবাইয়ের সময় ৬ জন শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। মাংস ছাড়াও আটা, আলু ও সয়াবিন তেলও উপহার দেওয়া হয়েছে।
এনসিপির যুগ্ম আহবায়ক মাহবুব আলম বলেন, জুলাই আন্দোলনে শহীদরা দেশের জন্য নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন। তাদের আত্মত্যাগ কখনো আমরা ভুলতে পারবো না। একটি সুন্দর বাংলাদেশ গঠনের তাদের ত্যাগ চিরস্মরনীয় হয়ে থাকবে। ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে এনসিপি সাধারণের কাছে যাচ্ছে, মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছে।
তিনি আরও বলেন, ৬ জন শহীদের সম্মানে ১৪ টি গরু কোরবানি দেওয়া হয়েছে। এরমধ্যে একটি গরু তাদের নামে কোরবানি করা হয়।