নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষ, উত্তেজনা এবং পাল্টা মিছিলের ঘটনা ঘটেছে।
সোমবার (৩১ মার্চ) সকাল ৯টার দিকে লালপুর উপজেলার রামকৃষ্ণপুর ঈদগাহে এই ঘটনা ঘটে। সংঘর্ষের পর রামকৃষ্ণপুর চিনির বটতলা মোড়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে, যাতে দুজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে, বলে জানিয়েছেন নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করলে বিএনপি কর্মী ও স্থানীয়দের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সংঘর্ষে সাব্বির (২৪) নামে একজন আহত হন, তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হলে আওয়ামী লীগ সমর্থকরা আবারও বিএনপি সমর্থকদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করেন। প্রায় ৪০ থেকে ৫০ রাউন্ড গুলি ছোড়া হয়, যাতে সুজাত নামে একজন বিএনপি কর্মী গুলিবিদ্ধ হন।
পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, দুটি যুবক ঈদ মাঠে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছে এমন তথ্য পেয়েছেন। তবে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাটি মসজিদকে কেন্দ্র করে নাকি গ্রামভিত্তিক হয়ে রাজনৈতিক রূপ নিয়েছে, তা যাচাই করা হচ্ছে। সংঘর্ষে অংশ নেওয়া পাঁচজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং ঘটনাস্থলে ডিবি, পুলিশ ও যৌথবাহিনী রয়েছে। পুরো ঘটনার বিস্তারিত জানার জন্য রিপোর্ট আসার অপেক্ষা করা হচ্ছে।