পাবনার চাটমোহরে ঈদে নতুন জামা না পেয়ে অভিমান করে ১৫ বছরের এক কিশোরী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার পাচুড়িয়া বড় দহপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত লতা খাতুন (১৫) একই এলাকার রওশন আলীর মেয়ে ও পাচুড়িয়া মুক্তিযোদ্ধা আদর্শ উচ্চবিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী।
নিহত কিশোরীর বাবা রওশন আলী জানান, ঈদ উপলক্ষে ছেলে নয়নকে নতুন পোশাক কিনে দিয়েছি। আর্থিক সংকটের কারণে মেয়েকে নতুন পোশাক কিনে না দেয়ায় রাত ৯টার দিকে সে নিজ শোবার ঘরের ডাবের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। ঘটনার দিন রওশন ও তার স্ত্রী আছমা খাতুন তাদের আরেক মেয়ে সাথী খাতুনের বাড়িতে বেড়াতে গিয়েছিল। ছেলে নয়ন বাড়িতে এসে দেখে লতা ফাঁস নিয়ে ডাবের সঙ্গে ঝুলে আছে। খবর পেয়ে লতার মা-বাবা বাড়িতে আসে এবং পুলিশে খবর দেয়।
চাটমোহর থানার ওসি মো.জালাল উদ্দিন জানান,খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।