রাজধানীর উত্তরা এলাকার ১১ নং সেক্টরের কাঁচাবাজারে আগুন লেগেছে। আগুন নেভাতে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
সোমবার রাত দুইটার দিকে বাজারে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানিয়েছে, রাত ২টার দিকে জমজম টাওয়ারের পাশে অবস্থিত কাঁচাবাজারে আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
রাত ২টা ৫০ মিনিটে পাওয়া সর্বশেষ খবরে জানা যায়, আগুন নিয়ন্ত্রণে এসেছে৷
তবে কীভাবে এই আগুনের সূত্রপাত ঘটেছিল এবং ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।