বাংলাদেশ বিমান বাহিনীর এফ – 7 বিজিআই প্রশিক্ষণ বিমানটি উত্তরা মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়েছে। আইএসপিআর সূত্রে জানা যায়, দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। এর ১২ মিনিট পর বিমানটি বিধ্বস্ত হয়।
বিধ্বস্তেতে পর সেখানে একাধিক ছাত্রের হতাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এছাড়া বিমানে আগুন লেগে যাওয়ায় পাইলটকে নিয়েও আছে শঙ্কা। বিমানটি পরিচালনা করছিলেন স্কোয়াড্রন লিডার তৌকির ইসলাম।
এদিকে সৃষ্ট আগুন নেভাতে এরইমাঝে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। এছাড়া উদ্ধার কাজে যুক্ত হয়েছে হেলিকপ্টার। যদিও এখন পর্যন্ত পাইলটের দায়িত্বে থাকা তৌকিরের কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে কলেজের বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গিয়েছে।
আহত শিক্ষার্থীদের উদ্ধারে সেনাবাহিনী হেলিকপ্টারের ব্যবহার করছে। তবে এই দুর্ঘটনায় মেট্রোরেলের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে ডিএমটিসিএল। স্বাভাবিকভাবেফভই চলছে মেট্রোরেল।
এখন পর্যন্ত প্রাপ্ত খবর বলছে, ১৩ জন গুরুতর আহত হয়েছেন। ১ জনকে বার্ন ইন্সটিটিউট নেয়া হয়েছে। এছাড়া ১ জনের মৃত্যুর কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।