বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

উপজেলা জামায়াতের আমীরকে হুমকি দিলেন বিএনপি নেতা

পিরোজপুর প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img


ফেসবুকের শেয়ার নিয়ে জামায়াতের আমীরকে হুমকি দিলেন বিএনপি নেতা। আর এঘটনায় ক্ষুব্ধ জামায়াত নেতাকর্মীরা। ঘটনাটি ঘটেছে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায়। রোববার (২ মার্চ) সকালে নাজিরপুরের বেহালদশা বিভিন্ন রাস্তা-ঘাটের সংস্কার নিয়ে উপজেলা পরিষদ গেট সংলগ্ন এক মানববন্ধনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাজিরপুর উপজেলা শাখার আমির আব্দুর রাজ্জাককে উদ্দেশ্য করে কটুক্তিমূলক আচরণ ও হুমকি দেন উপজেলা বিএনপির সাবেক ছাত্রনেতা সরদার সাফায়েত হোসেন শাহীন।

বক্তব্যে তিনি বলেন, জামায়াতের আমীর ভুইফোর, তার বাড়ি এই এলাকায়ও না, তিনি একটি স্ট্যাটাস দিয়েছে, একটি কলাম লিখেছে, সেখানে বিশেষ দ্রষ্টব্য লিখেছে বিএনপি যে ভুমিকায় আছে এই ভুমিকায় অবতির্ণ হলে ভারতের ফাঁদে পা দিলে তাকে মির্জাফরের ভূমিকায় অবতির্ণ হবে এবং ইনশাআল্লাহ্ জনগনের কাছে আমরা নাকি প্রতিয়মান হব।

তিনি বলেন, আমি আমিরকে উদ্দেশ্য করে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যার জন্ম না হলে বাংলাদেশর এই পতাকাটি উত্তোলন হত কিন আমার সন্দেহ । জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষনা না দিলে এদেশ স্বাধীন হত কিনা তা আমার সন্দেহ হয়। আমির যে ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছে আমি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আর তিনি যদি এর পুনরাবৃত্তি করলে তাহলে রাজনৈতিকভাবে তাকে মোকাবেলা করতে হবে, তার সাথে যদি আরো কিছু থাকে তাও তাকে দেওয়া হবে ইনশাআল্লাহ্।

উল্লেখ্য নাজিরপুর উপজেলা আমির ১ লা মার্চ তার ফেসবুক আইডি থেকে জীবন মিডিয়া নামের একটি গ্রুপের একটি পোষ্ট মুক্তমঞ্চ লিখে শেয়ার করেন। এতে ক্ষিপ্ত হয়ে নাজিরপুর উপজেলার বিএনপির সাবেক ছাত্রনেতা সরদার সাফায়েত হোসেন শাহীন একটি আক্রোশমূলক বক্তব্য দেন।

নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান জানান, আমি বিষয়টি আপনার কাছ থেকে শুনেছি। কাউকে ছোট করে বক্তব্য দেওয়া কারো উচিৎ নয়, যদি তিনি এমন বক্তব্য দিয়ে থাকেন এটি তার ঠিক হয়নি। কোন মানুষের সম্মানহানী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পছন্দ করেন না। ফেসবুকের স্ট্যাটাসকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে মূলত আমি ওই স্ট্যাটাস এখনও আমি দেখিনি। এ বিষয়ে সরদার সাফায়েত হোসেন শাহীন জানান, আমি তাকে হেয়প্রতিপন্ন করার জন্য কোন বক্তব্য দেইনি, আমি কোন হুমকিও দেইনি, এটি রাজনৈতিকভাবে বক্তব্য দেওয়া হয়েছে।

উপজেলা জামায়াতের আমির আব্দুর রাজ্জাক বলেন, আমাকে নিয়ে উদ্দেশ্য প্রনোদিত ভাবে যে বক্তব্য দিয়েছে আমি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পরমতসহিষ্ণুতার যদি অভাব ঘটে তাহলে এমন বক্তব্য দেয়। আমি আমার আদর্শকে প্রচার করব আর একজন তার আদর্শকে প্রচার করবে এটাই নিয়ম হওয়া উচিৎ, ব্যক্তিগতভাবে কাউকে কারো আক্রমনকরাটা মোটেই গ্রহনযোগ্য নয়, এটা নিন্দানীয়, হিনস্বার্থচরিতার্থ করবার জন্য এ বক্ত্যটি দিয়েছে বলে আমার মনে হয়।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

৫ হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য বিভাগ: স্বাস্থ্যের ডিজি

স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর জানিয়েছেন, দেশের সরকারী হাসপাতালগুলোর চিকিৎসা সংকট দুর করতে নতুন করে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার পরিকল্পনা...

নৈশভোজের টেবিলে পাশাপাশি ইউনূস-মোদি, নেট দুনিয়ায় তোলপাড়

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস। একই অনুষ্ঠানে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (৩...

বাংলাদেশি ভেবে বিএসএফের গুলি, ভারতীয় চোরাকারবারি নিহত

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোরকমন্ডল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে এক ভারতীয় চোরাকারবারি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে, যখন ওই চোরাকারবারী বাংলাদেশের...

অস্ত্র দেখিয়ে স্থানীয় নেতাদের হুমকি দিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা সিরাজুল হক

প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র দেখিয়ে দলীয় নেতাকর্মীদের হুমকি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক। জামালপুর জেলা বিএনপির কার্যালয়ে গতকাল মঙ্গলবার রাতে...

সম্পর্কিত নিউজ

৫ হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য বিভাগ: স্বাস্থ্যের ডিজি

স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর জানিয়েছেন, দেশের সরকারী হাসপাতালগুলোর চিকিৎসা সংকট...

নৈশভোজের টেবিলে পাশাপাশি ইউনূস-মোদি, নেট দুনিয়ায় তোলপাড়

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ...

বাংলাদেশি ভেবে বিএসএফের গুলি, ভারতীয় চোরাকারবারি নিহত

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোরকমন্ডল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে এক ভারতীয় চোরাকারবারি নিহত...