শনিবার, ১৯ জুলাই, ২০২৫

উপজেলা জামায়াতের আমীরকে হুমকি দিলেন বিএনপি নেতা

পিরোজপুর প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img


ফেসবুকের শেয়ার নিয়ে জামায়াতের আমীরকে হুমকি দিলেন বিএনপি নেতা। আর এঘটনায় ক্ষুব্ধ জামায়াত নেতাকর্মীরা। ঘটনাটি ঘটেছে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায়। রোববার (২ মার্চ) সকালে নাজিরপুরের বেহালদশা বিভিন্ন রাস্তা-ঘাটের সংস্কার নিয়ে উপজেলা পরিষদ গেট সংলগ্ন এক মানববন্ধনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাজিরপুর উপজেলা শাখার আমির আব্দুর রাজ্জাককে উদ্দেশ্য করে কটুক্তিমূলক আচরণ ও হুমকি দেন উপজেলা বিএনপির সাবেক ছাত্রনেতা সরদার সাফায়েত হোসেন শাহীন।

বক্তব্যে তিনি বলেন, জামায়াতের আমীর ভুইফোর, তার বাড়ি এই এলাকায়ও না, তিনি একটি স্ট্যাটাস দিয়েছে, একটি কলাম লিখেছে, সেখানে বিশেষ দ্রষ্টব্য লিখেছে বিএনপি যে ভুমিকায় আছে এই ভুমিকায় অবতির্ণ হলে ভারতের ফাঁদে পা দিলে তাকে মির্জাফরের ভূমিকায় অবতির্ণ হবে এবং ইনশাআল্লাহ্ জনগনের কাছে আমরা নাকি প্রতিয়মান হব।

তিনি বলেন, আমি আমিরকে উদ্দেশ্য করে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যার জন্ম না হলে বাংলাদেশর এই পতাকাটি উত্তোলন হত কিন আমার সন্দেহ । জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষনা না দিলে এদেশ স্বাধীন হত কিনা তা আমার সন্দেহ হয়। আমির যে ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছে আমি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আর তিনি যদি এর পুনরাবৃত্তি করলে তাহলে রাজনৈতিকভাবে তাকে মোকাবেলা করতে হবে, তার সাথে যদি আরো কিছু থাকে তাও তাকে দেওয়া হবে ইনশাআল্লাহ্।

উল্লেখ্য নাজিরপুর উপজেলা আমির ১ লা মার্চ তার ফেসবুক আইডি থেকে জীবন মিডিয়া নামের একটি গ্রুপের একটি পোষ্ট মুক্তমঞ্চ লিখে শেয়ার করেন। এতে ক্ষিপ্ত হয়ে নাজিরপুর উপজেলার বিএনপির সাবেক ছাত্রনেতা সরদার সাফায়েত হোসেন শাহীন একটি আক্রোশমূলক বক্তব্য দেন।

নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান জানান, আমি বিষয়টি আপনার কাছ থেকে শুনেছি। কাউকে ছোট করে বক্তব্য দেওয়া কারো উচিৎ নয়, যদি তিনি এমন বক্তব্য দিয়ে থাকেন এটি তার ঠিক হয়নি। কোন মানুষের সম্মানহানী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পছন্দ করেন না। ফেসবুকের স্ট্যাটাসকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে মূলত আমি ওই স্ট্যাটাস এখনও আমি দেখিনি। এ বিষয়ে সরদার সাফায়েত হোসেন শাহীন জানান, আমি তাকে হেয়প্রতিপন্ন করার জন্য কোন বক্তব্য দেইনি, আমি কোন হুমকিও দেইনি, এটি রাজনৈতিকভাবে বক্তব্য দেওয়া হয়েছে।

উপজেলা জামায়াতের আমির আব্দুর রাজ্জাক বলেন, আমাকে নিয়ে উদ্দেশ্য প্রনোদিত ভাবে যে বক্তব্য দিয়েছে আমি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পরমতসহিষ্ণুতার যদি অভাব ঘটে তাহলে এমন বক্তব্য দেয়। আমি আমার আদর্শকে প্রচার করব আর একজন তার আদর্শকে প্রচার করবে এটাই নিয়ম হওয়া উচিৎ, ব্যক্তিগতভাবে কাউকে কারো আক্রমনকরাটা মোটেই গ্রহনযোগ্য নয়, এটা নিন্দানীয়, হিনস্বার্থচরিতার্থ করবার জন্য এ বক্ত্যটি দিয়েছে বলে আমার মনে হয়।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

জামায়াতকে ৪ জোড়া ট্রেন বরাদ্দ, যা বলছে রেল কর্তৃপক্ষ

রাজধানীতে মহাসমাবেশে নেতাকর্মীদের আনা-নেয়ার জন্য জামায়াতে ইসলামকে চার জোড়া ট্রেন বরাদ্দ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।শুক্রবার (১৮ জুলাই) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর...

রক্তাক্ত ১৮ জুলাই, বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রতিরোধের এক উত্তাল দিন

১৮ জুলাই, ২০২৪। আন্দোলনে উত্তাল পুরো দেশ। পুলিশ ও ছাত্রলীগ অনবরত হামলা চালায় শিক্ষার্থীদের ওপর। বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে ক্যাম্পাসে গড়ে ওঠে ইস্পাতকঠিন প্রতিরোধ।এইদিন এক ভিন্ন...

গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ৪৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে ও সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জ সহিংসতার ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে শুক্রবার (১৮ জুলাই) সকাল পর্যন্ত মোট ৪৫ জনকে আটক...

ফেরিঘাটের ইজারা নিয়ে ছাত্রদল-যুবদলের দ্বন্দ্বে বন্ধ ফেরী চলাচল, যান চলাচলে দুর্ভোগ

শরীয়তপুরে ঘাটের ইজারা নিয়ে দ্বন্দ্ব-সংঘাতে জড়িয়েছে বিএনপির দুটি পক্ষ। জেলার ভেদরগঞ্জে-নরসিংহপুর ঘাটের ইজারা নিয়ে চলমান দ্বন্দ্বের জেরে বন্ধ রয়েছে ফেরি চলাচল।শুক্রবার (১৮ জুলাই) সকাল...

সম্পর্কিত নিউজ

জামায়াতকে ৪ জোড়া ট্রেন বরাদ্দ, যা বলছে রেল কর্তৃপক্ষ

রাজধানীতে মহাসমাবেশে নেতাকর্মীদের আনা-নেয়ার জন্য জামায়াতে ইসলামকে চার জোড়া ট্রেন বরাদ্দ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে...

রক্তাক্ত ১৮ জুলাই, বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রতিরোধের এক উত্তাল দিন

১৮ জুলাই, ২০২৪। আন্দোলনে উত্তাল পুরো দেশ। পুলিশ ও ছাত্রলীগ অনবরত হামলা চালায় শিক্ষার্থীদের...

গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ৪৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে ও সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জ সহিংসতার ঘটনায় যৌথ বাহিনীর...