রবিবার, ১১ মে, ২০২৫

উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: কাদের

-বিজ্ঞাপণ-spot_img

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময় মতো দলীয় ব্যবস্থা নেওয়া হবে। 

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, (প্রার্থিতা প্রত্যাহার) প্রার্থিতার ব্যাপারে আমাদের দলের পক্ষ থেকে যে বিষয়টি আমরা গুরুত্ব সহকারে ঘোষণা দিয়েছি। আমাদের দলের মন্ত্রী-এমপি পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে, তাদের নিকট আত্মীয় এবং সন্তান-সন্তুতির ব্যাপারে।

তিনি বলেন, এর মধ্যে কিন্তু প্রথম পর্যায়ের প্রার্থিতা প্রত্যাহারের সময় পেরিয়ে গেছে। এদের মধ্যে কেউ কেউ বলেছেন যে, আমরা বিষয়টি আরও আগে অবহিত হলে সিদ্ধান্ত নিতে সুবিধা হতো। তারপরও প্রত্যাহার কেউ কেউ করেছেন, কেউ কেউ করেননি।

ওবায়দুল কাদের বলেন, আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের যে সময়সীমা, তারপরও কেউ ইচ্ছা করলে প্রত্যাহার করতে পারবে। এ বিষয়টি চূড়ান্ত বলে মনে করতে ইলেকশন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এ ব্যাপারে দলীয় নির্দেশনা অমান্য করলে ডিসিপ্লিনারি অ্যাকশনের বিষয়টি আমাদের পার্টিতে আছে। সময় মতো এ সিদ্ধান্ত অবশ্যই নেওয়া হবে। আমাদের দল ডিসিপ্লিনারি অ্যাকশনের বিষয়টি, যেমন আমাদের গত সাধারণ নির্বাচন এবং নির্বাচনের পরে মন্ত্রিসভা; এই দুটি জায়গায়তেই কিন্তু অনেকেই এমপি হননি, অনেকেই মন্ত্রী হননি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, এখানেও কিন্তু দলের সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে এবং দল যার যার কর্মকাণ্ড বিবেচনায় বিভিন্ন সময় বিভিন্ন কৌশলে ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়ে থাকে। কাজেই এখানেও শেষ পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে প্রত্যাহার যারা করবে না, সে ব্যাপারেও আমরা পার্টির সিদ্ধান্ত সময় মতো নেব।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ

রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষমতা দিয়ে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ সংশোধন করে গেজেট প্রকাশ করেছে সরকার।...

ঝালকাঠি জেলাজুড়ে ‘ডেবিল হান্ট’ অভিযানে চার আওয়ামী নেতা গ্রেফতার

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নাশকতা দমনে সারাদেশ জুড়ে পরিচালিত ‘অপারেশন ডেবিল হান্ট’ অভিযানে ঝালকাঠি জেলার নলছিটি ও রাজাপুর উপজেলার আওয়ামী লীগ, ছাত্রলীগ ও...

আইনের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রক্রিয়া ইতিবাচকভাবে দেখছে বিএনপি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী আনা হয়েছে। এর মাধ্যমে রাজনৈতিক দলকে শাস্তি দেওয়া যাবে। এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। দলের নেতারা বলছেন, একমাত্র...

ইউক্রেনের সঙ্গে ‘সরাসরি আলোচনার’ প্রস্তাব পুতিনের

ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, কোনো বিলম্ব ছাড়াই ১৫ মে এর মধ্যেই এটি শুরু হওয়া উচিত। শনিবার (১০ মে)...

সম্পর্কিত নিউজ

রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ

রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষমতা দিয়ে আন্তর্জাতিক...

ঝালকাঠি জেলাজুড়ে ‘ডেবিল হান্ট’ অভিযানে চার আওয়ামী নেতা গ্রেফতার

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নাশকতা দমনে সারাদেশ জুড়ে পরিচালিত ‘অপারেশন ডেবিল হান্ট’ অভিযানে...

আইনের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রক্রিয়া ইতিবাচকভাবে দেখছে বিএনপি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী আনা হয়েছে। এর মাধ্যমে রাজনৈতিক দলকে শাস্তি দেওয়া যাবে।...