মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

‘একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে ভোট হয় রাতের আঁধারে’

-বিজ্ঞাপণ-spot_img

বাম গণতান্ত্রিক জোটের সমাবেশে বক্তারা বলেছেন, ২০১৮ সালে ২৯ ডিসেম্বর রাতে অভূতপূর্ব ফ্যাসিবাদী কায়দায় জনগণের ভোটাধিকার হরণ করার মাধ্যমে রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করে আওয়ামী লীগ।

শুক্রবার(৩০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বরিশাল নগরের সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি পালন করা হয়। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ‘ভোট ডাকাতি’র প্রতিবাদে বরিশালে পৃথক বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট ও গণসংহতি আন্দোলন। 

বিক্ষোভ সমাবেশে ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা শাখার সভাপতি এ কে আজাদ বলেন, বর্তমান সরকার দেশের অনেক উন্নয়ন করেছে। কিন্তু এ উন্নয়নের পেছনে রয়েছে দুর্নীতির মহাযজ্ঞ।ক্ষমতাসীন দলের অনেক নেতা আঙুল ফুলে শুধু কলাগাছ নয়, বটগাছে রূপান্তর হয়েছে।

তিনি দাবি করেন, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে ভোট হয় রাতের আঁধারে। দিনের ভোট ডাকাতি হয়। বঙ্গবন্ধু যে আর্দশ ও নীতি নৈতিকতা নিয়ে বাংলাদেশ সৃষ্টি করেছিলেন, সেই বাংলাদেশে বঙ্গবন্ধুর আদর্শবিরোধী কর্মকাণ্ড চালিয়ে দেশের গণতন্ত্র ধ্বংস করা হচ্ছে।

সিপিবির বরিশাল জেলা শাখার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক বিপ্লব দাস, দর্জি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তুষার সেন, সমাজতান্ত্রিক ছাত্র ফন্টের বিএম কলেজ শাখার সাধারণ সম্পাদক বিজন শিকদার প্রমুখ।

একই সময়ে সদর রোডে বিক্ষোভ শেষে আয়োজিত আরেক সমাবেশে গণসংহতি আন্দোলনের নেতারা বলেছেন, মুক্তিযুদ্ধের অঙ্গীকার ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা। এই অঙ্গীকারকে ভূলুণ্ঠিত করে রাষ্ট্রের ৫০ বছরে এসে মুক্তিযুদ্ধের চেতনাধারী আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করেছে।

তারা জানিয়েছে, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য কোনো পথ আর খোলা নেই। রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে কর্তৃত্ববাদী আওয়ামী লীগের ফ্যাসিবাদের বিপরীতে একমাত্র ঐক্যবদ্ধ জনগণের শক্তিই পারে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ঘটিয়ে ভোটাধিকার প্রতিষ্ঠা করতে।

বক্তারা আরও বলেন, দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে ও সব নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করতে সব গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। কার্যত ৩০ ডিসেম্বরের ভোট আওয়ামী লীগ ২৯ ডিসেম্বর রাতে সিল মেরে দেশের মানুষের অধিকার হরণ করে দেশের সব মানুষকে এক কাতারে দাঁড় করিয়েছে। মানুষ আর গুম, খুন, অন্যায়, অবিচারের মহোৎসব দেখতে চায় না। দেশের মানুষ এখন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চায়। এ জন্য অবিলম্বে বর্তমান অবৈধ সরকারকে পদত্যাগ করে অন্তর্বতীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। না হলে গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ নতুন ইতিহাস তৈরি করবে।

গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদের সভাপতিত্বে এবং আহ্বায়ক কমিটির সদস্য সাকিবুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির সদস্যসচিব আরিফুর রহমান, জেলা কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রমুখ।

সমাবেশের আগে কালো পতাকা মিছিল বের করে গণসংহতি আন্দোলন। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ‘ভোট ডাকাতির ৪ বছর পূর্তি’ উপলক্ষে গণসংহতি আন্দোলন এ কর্মসূচির আয়োজন করে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

গভীর রাতে থানায় ঢুকে ওসিকে মারধর!

ঢাকার পল্লবী থানায় গভীর রাতে ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগে এক তরুণকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত ওই তরুণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামসহ...

নরসিংদীতে বাবার সামনে ছেলেকে কুপিয়ে হত্যা

নরসিংদীর পলাশে ভাড়া অটোরিকশায় যাওয়া নিয়ে তর্কবিতর্কের জেরে সুমন মিয়া (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা ও তার বাবাকে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। সোমবার...

নরসিংদীতে মাপে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা

নরসিংদীর মনোহরদীতে জ্বালানি তেল মাপে কম দেওয়ার অভিযোগে মেসার্স আনোয়ার অ্যান্ড ব্রাদার্স সিএনজি, এলপিজি, ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার...

নরসিংদীতে ১২০ কেজি গাঁজা ও ১৩০ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেপ্তার

নরসিংদীতে ১২০ কেজি গাঁজা ও ১৩০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নরসিংদীর পুলিশ...

সম্পর্কিত নিউজ

গভীর রাতে থানায় ঢুকে ওসিকে মারধর!

ঢাকার পল্লবী থানায় গভীর রাতে ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগে এক তরুণকে আটক করেছে...

নরসিংদীতে বাবার সামনে ছেলেকে কুপিয়ে হত্যা

নরসিংদীর পলাশে ভাড়া অটোরিকশায় যাওয়া নিয়ে তর্কবিতর্কের জেরে সুমন মিয়া (৩০) নামে এক যুবককে...

নরসিংদীতে মাপে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা

নরসিংদীর মনোহরদীতে জ্বালানি তেল মাপে কম দেওয়ার অভিযোগে মেসার্স আনোয়ার অ্যান্ড ব্রাদার্স সিএনজি, এলপিজি,...
Enable Notifications OK No thanks