ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসচাপায় থেমে থাকা তিনটি যানবাহন দুমড়েমুচড়ে গেছে। এ সময় ওই যানবাহনগুলোর ৫ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এরইমধ্যে দুর্ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কার, বাইক এবং মাইক্রোবাসকে একযোগে দ্রুতগতিতে আসা বাসা চাপা দিয়ে চলে যায়।
হতাহতের বিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, বেপারী পরিবহনের একটি বাস প্রথমে মাওয়াগামী প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দেয়। প্রাইভেটকারটি ছিটকে সামনে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা ১ শিশু নিহত হয়। আর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ৪ জনের মৃত্যু হয়।
নিহত ব্যক্তিরা হলেন– মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নন্দনকোনা গ্রামের বাসিন্দা ইকবাল হোসেনের স্ত্রী আমেনা আক্তার (৪৫), তাঁর মেয়ে ইসরাত জাহান (২৬) ও রিহা মনি (১১), রাজধানীর কদমতলীর জুরাইন এলাকার বাসিন্দা মো. সোহাগের ছেলে আইয়াজ হোসেন (২) ও রাজধানীর হাতিরঝিল এলাকার বাসিন্দা সুমন মিয়ার ছেলে মো. আবদুল্লাহ (৭)।
এ ঘটনায় আহতদের মধ্যে পরিচয় নিশ্চিত হওয়া ব্যক্তিরা হলেন– নিহত আমেনা আক্তারের মেয়ে অনামিকা আক্তার (২৪), কদমতলীর জুরাইন এলাকার বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে নুর আলম (২৮) ও তাঁর মেয়ে ফাহমিদা আক্তার (১৭)। বাকিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে মুন্সীগঞ্জ হাঁসাড়া হাইওয়ে থানার ইনচার্জ মো. আব্দুল কাদের জিলানী জানান, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ধলেশ্বরী টোল প্লাজার সামনে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকার মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করা হয়েছে।