এক বছর পর শ্রেণিকক্ষে ফিরল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে ডিগ্রি জটিলতার সমাধানের আশ্বাস পাওয়ার পর রোববার (৩১ আগস্ট) দুপুরে আন্দোলন স্থগিত করে তারা ক্লাসে ফেরার ঘোষণা দেয়। এর আগে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।
জানা গেছে, একই দিন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও রিজেন্ট বোর্ডের জরুরি সভায় এসিসিই বিভাগের ডিগ্রি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে আশ্বস্ত হয়ে শিক্ষার্থীরা আন্দোলন থেকে সরে আসে।
শিক্ষার্থীরা জানান, ২০১৩ সাল থেকে তারা ডিগ্রি পরিবর্তনের দাবি জানিয়ে আসছেন। গত বছরের সেপ্টেম্বরে স্মারকলিপি দেওয়ার পরও সমাধান হয়নি। এ নিয়ে এক বছরেরও বেশি সময় ধরে শুধু আশ্বাস দেওয়া হলেও কোনো অগ্রগতি হয়নি। এর মধ্যে অন্য বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীরা স্নাতক সম্পন্ন করলেও এসিসিই বিভাগের ক্লাস ও পরীক্ষা গত একবছর ধরে বন্ধ ছিল।
বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ‘আমরা সব সময় ক্লাসে ফিরতে চেয়েছি। কিন্তু দাবি পূরণ হয়নি। বারবার আশ্বাস দেওয়া হলেও সমাধান আসেনি। এবার প্রশাসন আমাদের দাবি মেনে নিয়েছে। এতে আমরা খুশি। দ্রুত ক্লাসে ফিরে পড়াশোনা চালিয়ে যেতে চাই।’
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক বলেন, ‘শিক্ষার্থীদের চাওয়া অনুযায়ী ডিগ্রি দেওয়া হবে। তবে এর জন্য অতিরিক্ত ২০ ক্রেডিট (থিওরি ১৫, ল্যাব ৫) সম্পন্ন করতে হবে। এগুলো নির্ধারিত সেমিস্টারে বা পরে পেন্ডিং কোর্স হিসেবে শেষ করতে হবে। না হলে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেওয়া হবে না।’