রাষ্ট্র সংস্কারে গঠিত চারটি কমিশন বুধবার (১৫ জানুয়ারি) তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। এই প্রতিবেদনগুলোর ভিত্তিতে সরকারের পক্ষ থেকে আগামী এক মাসের মধ্যে সংস্কারের একটি রোডম্যাপ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান।
বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে রিজওয়ানা হাসান জানান, কমিশনগুলোর জমা দেয়া প্রতিবেদনগুলোর সারমর্ম আজই জনগণের সামনে উন্মুক্ত করা হবে। প্রতিবেদনগুলোতে সরকার কতটুকু সংস্কার বাস্তবায়ন করবে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে এবং এক মাসের মধ্যে একটি রোডম্যাপ প্রণয়ন করা হবে।
রিজওয়ানা হাসান বলেন, “সংস্কারের যে প্রক্রিয়া শুরু হয়েছে, তার প্রেক্ষাপট আমরা যেন ভুলে না যাই। এটি একটি গণ-অভ্যুত্থানের ফলশ্রুতি। যদি আমাদের একটি আইনি কাঠামো অনুসরণ করে বলতে হয়, সংবিধানের কোন অনুচ্ছেদে যা রয়েছে, তাহলে গণ-অভ্যুত্থানের যে উদ্দেশ্য ও আকাঙ্ক্ষা ছিল, তা বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়বে। আমরা সেই গণ-অভ্যুত্থানকে হৃদয়ে ধারণ করে এগিয়ে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “সংস্কারের জন্য বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছে এবং কমিশনগুলো যে প্রতিবেদন দিয়েছে, তাতে সব রাজনৈতিক দলের লিখিত বক্তব্যের প্রতিফলন ঘটেছে। তবে এখানেই শেষ নয়, সংস্কার প্রক্রিয়া নিয়ে আরও কিছু ধাপে আলোচনা হতে হবে।”
রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়ে রিজওয়ানা বলেন, “এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়নি এবং এমন কিছু করা হচ্ছে না। বিচার প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও সুষ্ঠু করা হচ্ছে। রাজনীতিতে কোন দল কোন অবস্থানে থাকবে, সে সিদ্ধান্ত ঐ রাজনৈতিক দলকেই নিতে হবে। এটি অন্তর্বর্তীকালীন সরকারের ওপর নির্ভরশীল নয়।”