বুধবার, ৩০ জুলাই, ২০২৫

এডহক কমিটির সভাপতির অপসারণ দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

ঝালকাঠির রাজাপুরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা।

সোমবার (৭ জুলাই) সকালে রাজাপুর সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ প্রায় দেড় শতাধিক স্থানীয় মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জুলাই আন্দোলনের পর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সায়েম আকন রাজনৈতিক প্রভাব খাটিয়ে ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির পদ দখল করেন। অথচ আওয়ামী লীগ আমলে তিনি স্থানীয় নেতাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে চলাফেরা করতেন এবং ‘ফ্যাসিস্টের সহযোগী’ ছিলেন বলে অভিযোগ উঠে।

বক্তারা আরও বলেন, সভাপতি হওয়ার পর থেকে সায়েম আকন একের পর এক দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন। স্কুল মাঠে বালি ফেলার জন্য বরাদ্দ পাওয়া দুই লাখ টাকার মধ্যে মাত্র ৭০ হাজার টাকার বালি ফেলেছেন। বাকি টাকা আত্মসাৎ করেন।

এছাড়া, মে মাসে বিদ্যালয়ের রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ পাওয়া এক লাখ বিশ হাজার টাকার কোনো কাজ না করেই সম্পূর্ণ টাকা আত্মসাৎ করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

মানববন্ধনে আরও অভিযোগ করা হয়, চার দিন আগে বিদ্যালয়ের গাছ থেকে চারটি কাঁঠাল পেড়ে নিজ বাড়িতে নিয়ে যান সভাপতি সায়েম আকন। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে, নিজের দায় এড়াতে স্থানীয় ছাত্রদল কর্মীদের ‘কাঁঠাল চুরি’ করার অভিযোগ তোলেন তিনি।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, যে ব্যক্তি বিদ্যালয়ের গাছের কাঁঠাল নিজেই নিয়ে গিয়ে ছাত্রদলের ওপর দোষ চাপায়, সে নৈতিকভাবে এ দায়িত্বে থাকার যোগ্য নয়। বক্তারা সায়েম আকনকে “দুর্নীতিবাজ ও আওয়ামী লীগের দালাল” আখ্যা দিয়ে তার অবিলম্বে অপসারণ দাবি করেন।

উপজেলা যুবদল নেতা এম এ সবুর বলেন, জুলাই বিপ্লবের পর এই সায়েম আকন ছাত্রলীগের নেত্রী রিয়ার সঙ্গে জন্মদিনের কেক কাটেন। সেই ভিডিও ও অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। রিয়া ও আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সঙ্গে সায়েমের একাধিক ছবি এখনও সামাজিকমাধ্যমে ঘুরছে।

তিনি আরও বলেন, এতদিন আওয়ামী লীগের দালালি করেও অদৃশ্য শক্তির জোরে সে বারবার পার পেয়ে যাচ্ছে। আমরা আজকের এই মানববন্ধনের মাধ্যমে প্রশাসনের কাছে জোরালোভাবে তার অপসারণ দাবি করছি।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাবুল বিশ্বাস, লিটু তালুকদার, ছাত্রদল নেতা গোলাম আযমসহ আরও অনেকে।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সভাপতি সায়েম আকন বলেন, আমার দলের একটি পক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারাই বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের ব্যবহার করে আমার বিরুদ্ধে এই মানববন্ধন করিয়েছে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

৫ আগস্ট ঘিরে নাশকতার শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

গণঅভ্যুত্থান দিবস উদযাপন নিয়ে কোনো নাশকতার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে...

ইন্স্যুরেন্স কর্মকর্তার ছদ্মবেশে অভিনব প্রতারণা, সিআইডির অভিযানে গ্রেফতার ২

নারায়নগঞ্জে ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তা সেজে অভিনব প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাৎকারী সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ।...

মুজিববাদের কালচারাল এস্টাবলিশমেন্ট এখনো টিকে আছে: সাদিক কায়েম

জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে ফ্যাসিবাদের পতন হলেও মুজিববাদের কালচারাল এস্টাবলিশমেন্ট এখনো টিকে আছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক ও জুলাই আন্দোলনের অন্যতম...

মেসি-সুয়ারেজদের দেখানো পথেই হাঁটলেন মুলার

ইউরোপীয় অধ্যায়ের ইতি টানিয়ে মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দিচ্ছেন  জার্মান তারকা ফুটবলার টমাস মুলার। দুই বছরের চুক্তিতে কানাডিয়ান ক্লাব ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসে যোগ দিয়েছেন...

সম্পর্কিত নিউজ

৫ আগস্ট ঘিরে নাশকতার শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

গণঅভ্যুত্থান দিবস উদযাপন নিয়ে কোনো নাশকতার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল...

ইন্স্যুরেন্স কর্মকর্তার ছদ্মবেশে অভিনব প্রতারণা, সিআইডির অভিযানে গ্রেফতার ২

নারায়নগঞ্জে ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তা সেজে অভিনব প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাৎকারী সংঘবদ্ধ প্রতারক...

মুজিববাদের কালচারাল এস্টাবলিশমেন্ট এখনো টিকে আছে: সাদিক কায়েম

জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে ফ্যাসিবাদের পতন হলেও মুজিববাদের কালচারাল এস্টাবলিশমেন্ট এখনো টিকে আছে বলে...