মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

এদেশের যত মহান অর্জন তা বিএনপির হাত ধরে হয়েছে: ফখরুল 

-বিজ্ঞাপণ-spot_img

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এদেশের যত মহান অর্জন হয়েছে তা বিএনপির হাত ধরেই হয়েছে। এদেশের স্বাধীনতার ঘোষণা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দিয়েছিলেন। এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন জিয়াউর রহমান। বেগম জিয়ার মাধ্যমে এদেশে সংসদীয় গনতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে জুলাই আন্দোলনে শহিদ ছাত্রদের স্মরণে ছাত্রদল আয়োজিত এক স্মরণসভায় এমন মন্তব্য করেন তিনি। 

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরের সঞ্চালনায় স্মরণসভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, ডাকসুর সাবেক ভিপি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, বিএনপির যুগ্ম মহাসচিব খাদিমুন্নবী খান সোহেল, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল প্রমুখ। 

মির্জা ফখরুল বলেন, দেশকে গনতন্ত্রের পথে আনতে আমরা দীর্ঘকাল সংগ্রাম করেছি। আমার জানা নেই পৃথিবীর কোন গনতান্ত্রিক দল এত সংগ্রাম করেছে।

গুম শব্দটা আমরা আগে জানতাম না উল্লেখ করে তিনি বলেন, আমরা ল্যাটিন আমেরিকায় গুমের কাহিনী শুনেছি। কিন্তু আওয়ামী লীগের আমলেই আমরা এটি সচক্ষে দেখেছি। আমাদের বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র হচ্ছে। যারা আমাদের শত্রু তারা গনতন্ত্রের শত্রু। তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে। নির্বাচন ফেব্রুয়ারি মাসের নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। 

তিনি আরও বলেন, আজ আমরা স্বৈরাচারের কবল থেকে মুক্ত হয়েছি। এর কৃতিত্ব কার? অনেকেই এর কৃতিত্ব দাবি করেছে। কিন্তু এর কৃতিত্ব এদেশের সাধারণ মানুষের। এদেশের সকল শ্রেণি-পেশার মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিল। 

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আমরা সবাই আশা করেছিলাম দ্রুত একটা নির্বাচনের মাধ্যমে দেশ দ্রুত গনতন্ত্রের দিকে এগিয়ে যাবে। কিন্তু একটা গোষ্ঠী বারবারই নির্বাচনকে বিলম্বিত করার অপচেষ্টা চালাচ্ছে। যারা এসব করছে তারা ফ্যাসিবাদের দোসর।  তারা ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে। আমরা জনগণকে সাথে নিয়ে তাদের প্রতিহত করবো। 

আমানউল্লাহ আমান বলেন, যাদের বয়স ৫৪ বছর হয়নি, তারা জানেন না এদেশের জন্য জিয়া পরিবারের কী অবদান। এই জিয়া পরিবার বাংলাদেশকে স্বাধীন করেছে। তারেক রহমান দেশে এসে নির্বাচন করবেন এবং সেই নির্বাচনে আমরা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবো ইনশাআল্লাহ। 

শামসুজ্জামান দুদু বলেন, একটা প্রবাদ আছে কয়লা ধুইলে ময়লা যায় না। আওয়ামী লীগের অবস্থাও এমন হয়েছে। স্বৈরাচারকে আমরা ঠিকই বিদায় নিয়েছে কিন্তু ফ্যাসিবাদ এখনো যায়নি। 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্দেশ্য তিনি বলেন, তারা একশো বছর ধরে তারা রাজনীতি করে। পাকিস্তানে তাদের ভোট ছিলো না। বাংলাদেশেও তাদের ভোট নেই। এজন্য নির্বাচনকে কিভাবে বিলম্বিত করা যায় তারা তার চেষ্টা চালাচ্ছে। 

সভাপতির বক্তব্যে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, যারা আমাদের আন্দোলন সংগ্রামের গল্প শোনায় তাদের নামে একটা মামলা পর্যন্ত নেই। অথচ আমাদের আজকের প্রোগ্রামে এমন নেতৃবৃন্দ রয়েছেন যাদের নামে চারশোরও অধিক মামলা রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদলের ১৪২ জন শহিদ হয়েছেন। তিনি অভিযোগ করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন তারা ছাত্রদল নেতাকর্মীদের আত্মত্যাগকে স্মরণ করে না।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

বান্ধবীসহ প্রবেশে বাধা : ক্যাম্পাস ত্যাগের হুমকি ছাত্রদল নেতার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সেন্ট্রাল ওরিয়েন্টেশনে প্রবেশ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ সময় বান্ধবীসহ প্রবেশে বাধা দেওয়ায় ছাত্রদল নেতার বিরুদ্ধে...

রাকসু নির্বাচনের ভোটকেন্দ্র একাডেমিক ভবনে স্থাপনের দাবি রাবি ছাত্রদলের

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটকেন্দ্র আবাসিক হলের পরিবর্তে একাডেমিক ভবনে স্থাপনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি...

লালমাইয়ে বিয়ের আসরে বরকে আটক রেখে ১৫ লাখ টাকা জরিমানা আদায়

কুমিল্লার সদর দক্ষিণের লালমাইয়ে বিয়ের অনুষ্ঠানের সময় বরকে আটক করে নগদ টাকা সহ স্বর্ণ ও চেকের মাধ্যমে ১৫ লাখ টাকা জরিমানা আদায়ের অভিযোগ উঠেছে।...

বিজ্ঞান-প্রযুক্তির উৎকর্ষতার মাধ্যমে ঢাবি বিশ্বব্যাপী নেতৃত্ব দিবে: সাদিক

বিজ্ঞান-প্রযুক্তি ও উদ্ভাবনী উৎকর্ষতায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিশ্বব্যাপী নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখে বলে মন্তব্য করেছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক...

সম্পর্কিত নিউজ

বান্ধবীসহ প্রবেশে বাধা : ক্যাম্পাস ত্যাগের হুমকি ছাত্রদল নেতার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সেন্ট্রাল ওরিয়েন্টেশনে প্রবেশ নিয়ে উত্তেজনার সৃষ্টি...

রাকসু নির্বাচনের ভোটকেন্দ্র একাডেমিক ভবনে স্থাপনের দাবি রাবি ছাত্রদলের

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটকেন্দ্র আবাসিক...

লালমাইয়ে বিয়ের আসরে বরকে আটক রেখে ১৫ লাখ টাকা জরিমানা আদায়

কুমিল্লার সদর দক্ষিণের লালমাইয়ে বিয়ের অনুষ্ঠানের সময় বরকে আটক করে নগদ টাকা সহ স্বর্ণ...