রাজধানীর গুলশান-১ এ ডব্লিউ আর টাওয়ারের ১০ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
শনিবার (২৩ মার্চ) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে এ আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. রাফি আল ফারুক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
রাফি আল ফারুক বলেন, গুলশান-১ নম্বরে ডব্লিউ আর টাওয়ারের ১৭ তলা ভবনের ১০তলায় আগুন লেগেছে। বর্তমানে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট কাজ করছে।
এসি বিস্ফোরণ থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এর আগে রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ইসলামবাগ এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। শুক্রবার (২২ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আনা হয়।