রাজধানীর শান্তিনগর এলাকায় একটি ১৬ তলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে।
শুক্রবার (২৪ মে) দুপুর দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় প্রায় আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, শান্তিনগরে একটি বাসায় আগুনের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আধা ঘণ্টা পর দুপুর ২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
শান্তিনগর থেকে মৌচাকমুখী কনফি টাওয়ারের আবাসিক ভবনের দোতলার বারান্দার অংশে এই আগুন লাগে।
এসির প্লাগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ভবনের বাসিন্দারা প্রাথমিকভাবে ধারণা করছেন।
তবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।