মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

এমপিওভুক্ত শিক্ষকদের ভাতা নিয়ে বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

এমপিওভুক্ত (বেতন-ভাতার সরকারি অংশ) শিক্ষকদের ভাতা নিয়ে সুখবর দিয়েছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা ও বাড়ি ভাড়াসহ অন্যান্য ভাতা বাড়ছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওয়াহিদউদ্দিন মাহমুদকে বিদায় এবং সিআর আবরারের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে ওয়াহিদউদ্দিন মাহমুদ এ কথা জানান।

তিনি বলেন, ‘আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম, সাধ্যমত এ বছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকুলন করা যায়, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যতদূর পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে।’

উপদেষ্টা বলেন, ‘কিন্তু ১৫-২০ বছরের বঞ্চনা ১-২ বছরের বাজেট দিয়ে তো মেটানো যায় না। এটা বোঝানো খুব কঠিন। আজকেই বেসরকারি বেতন সরকারি বেতনের সমান করে দিতে হবে- এটা ন্যায্য দাবি বুঝলাম, কিন্তু এক বছরের বাজেট দিয়ে কীভাবে ১৫ বছরের বৈষম্য ঠিক করা যায়? কিন্তু শুরুটা করা দরকার। সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি।’

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘তাদের (এমপিওভুক্ত শিক্ষক) উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা- এ বছরের ঈদুল আজহা থেকে শুরু করে আগামী বছরের বাজেট থেকে অন্তত কিছু বাড়াতে পারব, এখানেও আমি ঘোষণা দিচ্ছি না কত বাড়াব। আমি জানি সেটুকু বাজেটের মধ্যে এ বছর এবং আগামী বছরের বাজেটের মধ্যে প্রভিশন রাখা হচ্ছে।’

শিক্ষকদের অবসর এবং কল্যাণ ভাতার জন্য একটা তহবিল তৈরি করা হচ্ছে জানিয়ে বিদায়ী উপদেষ্টা বলেন, ‘এ বছরই কিছুটা তৈরি করা হয়েছে। আগামী বাজেটে আরও রাখা হবে। তবে পুরো ফান্ডটাকে টেকসই করতে হলে ১-২ বাজেটে হবে না, ভবিষ্যতে ৩-৪ বাজেটে আশা করি এটার সমাধান হয়ে যাবে।’

‘অবসর এবং কল্যাণ ফান্ডে টাকা এমন একটা ব্যাংকে ইচ্ছা করে রাখা হয়েছিল যে, ব্যাংকটাতে আর টাকা পয়সা নাই। কিছু ফান্ড এমনিতেই চলে গেছে অন্য জায়গায়,’ যোগ করেন ওয়াহিদউদ্দিন মাহমুদ।

তিনি বলেন, ‘বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের কল্যাণ ভাতা এবং অবসর ভাতা- এটা হলো তাদের সবচেয়ে ন্যায্য দাবি। কিন্তু তারা তো সংঘবদ্ধ না। তারা রাস্তাতেও কোনোদিন নামেনি। কিন্তু আমি তো মনে করেছিলাম তাদের ওই দাবিটাই সবচেয়ে আগে মেটানো উচিত।’

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব মিশরের, শর্তে রাজি নয় হামাস

দখলদার ইসরায়েলি বাহিনীর টানা হামলার মধ্যেই হামাসকে নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মিশর। সোমবার আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ...

নববর্ষ উদযাপন, পাঁচ বছর পর কুবিতে ফিরল বৈশাখী আয়োজন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বর্ণাঢ্য আয়োজনে 'বাংলা নববর্ষ ১৪৩২' উদযাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী নানা আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়, যাতে অংশগ্রহণ করে শিক্ষার্থী,...

‘থার্ড টেম্পল’ নির্মাণের জন্য ‘লাল গরু’ জবাই শুরু!

ইসরায়েলে ২০২৩ সালের ৭ অক্টোবর অতর্কিত হামলা চালায় হামাস। ফলে দীর্ঘ ১৬ মাস ধরে ইসরায়েল-হামাস যুদ্ধ বিদ্যমান। প্রাণহানি ঘটেছে অন্তত ৬৫ হাজার। হামাসের এই...

যুদ্ধ বন্ধের নিশ্চয়তা পেলে বন্দিদের মুক্তি দেবে হামাস

গাজা যুদ্ধ বন্ধের নিশ্চয়তা পেলে এবং ইসরায়েলে থাকা ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া হলে সব ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে বলে জানিয়েছে হামাসের একজন জ্যেষ্ঠ নেতা। সোমবার...

সম্পর্কিত নিউজ

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব মিশরের, শর্তে রাজি নয় হামাস

দখলদার ইসরায়েলি বাহিনীর টানা হামলার মধ্যেই হামাসকে নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মিশর। সোমবার আল...

নববর্ষ উদযাপন, পাঁচ বছর পর কুবিতে ফিরল বৈশাখী আয়োজন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বর্ণাঢ্য আয়োজনে 'বাংলা নববর্ষ ১৪৩২' উদযাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী...

‘থার্ড টেম্পল’ নির্মাণের জন্য ‘লাল গরু’ জবাই শুরু!

ইসরায়েলে ২০২৩ সালের ৭ অক্টোবর অতর্কিত হামলা চালায় হামাস। ফলে দীর্ঘ ১৬ মাস ধরে...