শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

এমপি হওয়ার পরদিনই মিরপুরে নেমে পড়লেন সাকিব

১৮ জানুয়ারি, ২০২৫

জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশাল ব্যবধানে জিতেছে।  মাগুরা-১ আসনে নৌকা প্রতীকে ১ লাখ ৮৫ হাজার ৮৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন সাকিব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাব প্রতীক নিয়ে নির্বাচন করা বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন পান মাত্র পাঁচ হাজার ৯৭৩ ভোট।

বিশ্বসেরা এই অলরাউন্ডার প্রথমবার নির্বাচনে প্রার্থী হয়েই বিশাল ব্যবধানে জয় পেয়েছেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরদিনই ক্রিকেট মাঠে ফেরার জন্য লড়াই শুরু করেছেন সাকিব।

সোমবার (০৮ জানুয়ারি) ট্রেনার ডাক্তার ও কোচ নিয়ে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন শুরু করেছেন তিনি।

সেখানে সাকিবের আগেই উপস্থিত হন তার দীর্ঘ দিনের মেন্টর ও কোচ নাজমুল আবেদিন, বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম, ট্রেনার তুষার কান্তি হাওলাদার ও চিকিৎসক মঞ্জুর হোসাইন।

আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের দশম আসর। বিপিএলের প্রস্তুতিই যে শুরু করে দিয়েছেন সাকিব এটাই স্পষ্ট। এবারের আসরে রংপুর রাইডার্সে খেলবেন তিনি।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ