প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৫-৯ মার্চ অনুষ্ঠেয় স্বল্পোন্নত দেশ (এলডিসি) বিষয়ক জাতিসংঘের পঞ্চম সম্মেলনে যোগ দিতে দোহার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
শনিবার প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল ১১টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর আড়াইটায় দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে প্রধানমন্ত্রী কাতার সফর করছেন।
৮ মার্চ পর্যন্ত কাতারে অবস্থানকালে শেখ হাসিনা একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি-৫) সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
তিনি কাতারের আমিরের সঙ্গেও বৈঠক করবেন। জ্বালানি খাতে সহযোগিতাসহ দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
শেখ হাসিনা শনিবার বিকালে কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে (কিউসিসি) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি কাসাবা কোরেসি ও ইউএনডিপি’র প্রশাসক আচিম স্টেইনারের সঙ্গে পৃথক বৈঠক করবেন।
৫ মার্চ প্রধানমন্ত্রী কিউসিসিতে এলডিসি-৫ সম্মেলনের উদ্বোধনী প্লেনারি সভায় বিশেষ অতিথি হিসেবে ভাষণ দেবেন।
এরপর তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কেগামে, জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের (আঙ্কটাড) মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান ও ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) মহাসচিব ডোরিন বোগডান-মার্টিনের সঙ্গে পৃথক বৈঠক করবেন।
এছাড়া প্রধানমন্ত্রী বাংলাদেশ, লাওস ও নেপালের যৌথ উদ্যোগে আয়োজিত ‘সাসটেইনেবল অ্যান্ড স্মুথ ট্রানজিশন ফর দ্য গ্র্যাজুয়েট কোহর্ট অব ২০২১’ শীর্ষক সাইড ইভেন্টে ভাষণ দেবেন।
শেখ হাসিনা ৬ মার্চ সেন্ট রেজিস দোহায় ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়াল অব ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক বিজনেস সামিটে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রী মালাউই-এর প্রেসিডেন্ট ড. লাজারাস ম্যাকার্থি চাকভেরার সঙ্গে বৈঠক করবেন এবং কিউসিসিতে ‘স্মার্ট ও উদ্ভাবনী সমাজের জন্য স্বল্পোন্নত দেশগুলোতে গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ’ শীর্ষক এক সাইড ইভেন্টে অংশ নেবেন। তিনি আবাসস্থলে আঞ্চলিক দূত সম্মেলনে যোগ দেবেন।
৭ মার্চ প্রধানমন্ত্রী ‘আন্তর্জাতিক বাণিজ্য ও আঞ্চলিক সংহতির ক্ষেত্রে স্বল্পোন্নত দেশগুলোর অংশগ্রহণ বৃদ্ধি’ শীর্ষক উচ্চ পর্যায়ের সংলাপে যোগ দেবেন। শেখ হাসিনা ডেনমার্কের উন্নয়ন সহযোগিতা মন্ত্রী ড্যান জর্গেনসেনের সঙ্গে বৈঠক করবেন, কিউসিসিতে ‘গ্লোবাল পার্টনারশিপ ফর স্মুথ অ্যান্ড সাসটেইনেবল গ্র্যাজুয়েশন: মার্চিং টুয়ার্ড স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন এবং কাতারে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ মার্চ (বুধবার) সকালে ঢাকার উদ্দেশে দোহা ত্যাগ করবেন।
দোহায় এলডিসি-৫ সম্মেলনে বিশ্ব নেতারা বেসরকারি খাত, সুশীল সমাজ, সংসদ সদস্য এবং তরুণদের সঙ্গে একত্রিত হয়ে নতুন ধারণা এগিয়ে নেবেন, সহায়তার নতুন অঙ্গীকার উত্থাপন করবেন এবং দোহা প্রোগ্রাম অব অ্যাকশনের মাধ্যমে সম্মত অঙ্গীকার পূরণে উৎসাহিত করবেন।