বিশ্বকাপের আগে হঠাৎ-ই ওয়ানডে ক্রিকেট থেকে সরে যান তামিম ইকবাল, তবে প্রধানমন্ত্রীর অনুরোধে দলে ফিরলেও অধিনায়কত্ব ছেড়ে দেন তিনি। এতে কে হবেন ওয়ানডে সংস্করণের নতুন অধিনায়ক প্রশ্ন থেকেই যায়৷ সাকিব আল হাসন, লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ এই তিনজনের নামই জোরেশোরে উচ্চারিত হচ্ছিলো। অবশেষে শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণায় অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানকেই দেওয়া হলো নেতৃত্বের ভার৷
আজ গুলশানে নিজ বাসভবনে এটি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
সাকিবকে অধিনায়ক করা প্রসঙ্গে নাজমুল হাসান পাপন বলেন, ‘এশিয়া কাপ ও বিশ্বকাপের সাকিবকে অধিনায়ক করা হয়েছে। বিশ্বকাপ ও এশিয়া কাপের দল আগামীকাল ঘোষণা করা হবে। আপাতত এশিয়া কাপের ১৭ জনের দল দেবেন নির্বাচকেরা।’
তবে জানা যায়, অধিনায়কত্বের ব্যাপারটি নির্ভর করছে সাকিবের ইচ্ছার ওপর। সাকিব যদি টেস্ট আর টি-টোয়েন্টি দলের অধিনায়ক থেকেই ওয়ানডে দলের অধিনায়কত্ব করার তৃতীয় দায়িত্বটি নিতে চান, তা বরং সাদরেই গ্রহণ করবে বিসিবি। অধিনায়কত্ব গ্রহণের দায়িত্ব সাকিব নিতে চান কি না সেটির উপরই নির্ভর করেছিলো বিসিবির সিদ্ধান্ত৷
টি-টোয়েন্টি এবং টেস্ট ফরম্যাটে আগে থেকেই নেতৃত্বে ছিলেন সাকিব। বিশ্বকাপের আগের নতুন করে ওয়ানডে সংস্করণে টাইগারদের নেতৃত্বের ভার দেওয়া হলো এই অভিজ্ঞ ক্রিকেটারকে।