শ্রীলংকা আফগানিস্তানের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপ। উদ্বোধনী ম্যাচ শুরু হচ্ছে বাংলাদেশ সময় রাত ৮টায়। এই ম্যাচের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠল এশিয়া কাপের ১৫তম আসরের।
সংযুক্ত আরব আমিরাতে ম্যাচ অনুষ্ঠিত হলেও আয়োজক দেশ শ্রীলংকা। মূলত দ্বীপরাষ্ট্রটির অর্থনৈতিক সংকটেই আয়োজক হয়েছে আরব আমিরাত। তবে প্রথম ম্যাচে টস ভাগ্যে আয়োজক শ্রীলঙ্কাকে হতাশই হতে হলো।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী।
ছয় দলের এই টুর্নামেন্টে দুটি গ্রুপ। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান আর বাছাইপর্ব পেরিয়ে আসা হংকং। ‘বি’ গ্রুপে বাংলাদেশ, শ্রীলংকা ও আফগানিস্তান।
শ্রীলংকা একাদশ
দানুশকা গুনাথিলাকা, পাথুম নিশাংকা, কুশল মেন্ডিস (উইকেট রক্ষক), চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকশে, দাশুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভা, চামিকা কারুনারত্নে, মাহেশ থিশাঙ্কা, দিলশান মাধুশাঙ্কা, মাথিশা পাথিরানা।
আফগানিস্তান একাদশ
হজরতউল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মোহাম্মদ নাবি (অধিনায়ক), রশিদ খান, ওমরজাই, নাভিন-উল-হক, মুজিব উর রহমান, ফারুকি।