বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. গোলাম রসুল। তিনি এর আগে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে একই শাখায় কর্তব্যরত ছিলেন।
সোমবার (১৩ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।
এর আগে গত ১৮ ডিসেম্বর এক প্রজ্ঞাপনে ঢাকা পুলিশ স্টাফ কলেজের ডিআইজি গোলাম রসুলকে এসবিতে পদায়ন করা হয়। একই প্রজ্ঞাপনে এসবির তৎকালীন প্রধান অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলামকে অ্যান্টি টেররিজম ইউনিটে (এটিইউ) পদায়ন করা হয়।