ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। ইংলিশদের স্বপ্নের ওয়ানডে বিশ্বকাপ এনে দেয়া এই অলরাউন্ডার সোমবার নিজেই জানিয়েছেন অবসরের কথা।
আগামী মঙ্গলবার ডারহামে সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দিয়ে শেষবারের মতো ৫০ ওভারের ক্রিকেটে মাঠে নামবেন সময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডার। মূলত টেস্ট ক্রিকেট আর টি-টোয়েন্টি ফরম্যাটে সময় দিতেইভতার এই সিদ্ধান্ত।
বিশ্বকাপ ফাইনালে ম্যান অভ দ্য ম্যাচ হওয়া এই ক্রিকেটার টুইটারে জানান, “আমি আমার শেষ ওয়ানডে খেলবো মঙ্গলবার, সাউথ আফ্রিকার বিপক্ষে ডারহামে। আমি এই ফরম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। টেস্ট ক্রিকেটের জন্য আমি আমার সব কিছু উজাড় করে দেবো। একই সাথে আমাকে টি-টোয়েন্টি ক্রিকেটেও পাওয়া যাবে।’
৩১ বছর বয়সী বেন স্টোকস ইংল্যান্ডের জার্সিতে ১০৪ ম্যাচে ৮৯ ইনিংসে করেছেন ২৯১৯ রান। বল হাতে ৮৭ ইনিংসে ৭৪ উইকেট । ২০১৯ বিশ্বকাপের ফাইনালে হয়েছিলেন ম্যাচসেরা।
এর আগে আকস্মিকভাবেই ওয়ানডে ক্যারিয়ারের ইতি টেনেছিলেন ইংলিশ অধিনায়ক এউইন মরগান। দুই সিনিয়ার ক্রিকেটারের এমন অবসরে কিছুটা হলেও টালমাটাল ইংল্যান্ডের ওয়ানডে দল।