রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কক্সবাজারে আবাসিক হোটেল থেকে আ.লীগ নেতার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

১৯ জানুয়ারি, ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ণ

কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে সাইফুদ্দিন নামে (৩০) এক আওয়ামী লীগ নেতার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে শহরের হলিডে মোড়ের সানমুন হোটেলের ২০৮ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাইফুদ্দিন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাবেক দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক। তার বাড়ি শহরের ঘোনার পাড়া এলাকায়।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গতকাল রাতে ওই ব্যক্তি হোটেলে কক্ষ ভাড়া নেন। পরে তার কোনো সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষ থানায় খবর দেয়। এ সময় কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে হাত-পা বাঁধা অবস্থায় আওয়ামী লীগ নেতার মরদেহ দেখতে পান তারা। পরে মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় হোটেলের কর্মচারীদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে সেটা আপাতত বলা যাচ্ছে না।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ