জমি নিয়ে বিরোধের জেরে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এলাকায় দু’পক্ষের সংঘর্ষে স্থানীয় এক জামায়াতে ইসলামীর নেতার ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
রোববার (৬ এপ্রিল) সকালে রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৯নং ওয়ার্ডের পশ্চিমপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই ওয়ার্ডের জামায়াত আমির নাজির হোসেনের ছেলে এবং কুতুপালং মসজিদের খতিব মাওলানা আবদুল্লাহ আল মামুন, প্রতিপক্ষের মোহাম্মদ হোসাইনের ছেলে আব্দুল মান্নান (৩৭) ও তার বোন শাহিনা বেগম (৪০)। নিহতরা সবাই আপন চাচাতো ভাই-বোন।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, কুতুপালং পশ্চিমপাড়া গ্রামের একটি জায়গা নিয়ে দু’পক্ষের মাঝে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে রোববার সকালে সংঘর্ষ শুরু হয়। এসময় পাল্টা-পাল্টি হামলা ও এলোপাতাড়ি কুপিয়ে উভয়পক্ষের অনেকে আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, জমির সীমানা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। কয়েকদিন ধরে এই নিয়ে ঝগড়া বিবাদ চলে আসছিল। আজকে সেটি বড় আকারে পরিণত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ গণমাধ্যমকে বলেন, কুতুপালং এলাকায় জমি বিরোধ নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।