রবিবার, ২০ জুলাই, ২০২৫

কঠিন সময়ে মায়ামি কেমন, এবার বুঝবেন মেসি

স্পোর্টস ডেস্ক
-বিজ্ঞাপণ-spot_img

সময় সবদিন একই যায় না, এটি আবারও প্রমাণ করল ইন্টার মায়ামি।২০২৩ সালে যুক্তরাষ্ট্রের এই ক্লাবে যোগ দেন লিওনেল মেসি, এরপর ক্লাবটি নতুন করে উড়ন্ত সূচনা করেছিল। তবে এবার বাজে সময়ের বৃত্তে আটকা পড়েছে লিওনেল মেসি ও তাঁর দল ইন্টার মায়ামি। সর্বশেষ ৭ ম্যাচের ৬ টিতেই  জিততে পারল না দলটি, যেখানে হেরেছে ৫টিতেই। সবশেষ আজ মেজর লিগ সকারের (এমএলএস) শহরপ্রতিযোগী অরল্যান্ডো সিটির কাছে ৩-০ গোলে উড়ে গেছেন মেসি-সুয়ারেজরা।  ফ্লোরিডা ডার্বির ম্যাচের ৭৫ মিনিটের মাথায় মেসি পায় একটি হলুদ কার্ড, আর এটি  ম্যাচ শেষে মেসির ছিল একমাত্র প্রাপ্তি।

ম্যাচ শেষে মেসি বলেন, ইন্টার মায়ামি দল হিসেবে কেমন, সেটা এবার বোঝা যাবে। কারণ সময় এখন পক্ষে নেই।

ঘরের মাঠে আজ বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি মায়ামি। ৬৫ শতাংশ বলের দখল রাখা মায়ামি ২১টি শট নিলেও লক্ষ্যে ছিল মাত্র ৪টি। অন্য দিকে মাত্র ৩৫ শতাংশ বলের দখল রেখে ১৬ শট নিয়ে ৮টি লক্ষ্যে রাখে অরল্যান্ডো সিটি। যার মধ্যে ৩টিকেই গোলে রূপান্তরিত করে তাঁরা। ম্যাচের ৪৩ মিনিটে প্রথম গোলটি আদায় করে নেন লুইস মুরিয়েল। বিরতির পর ৫৩ মিনিটে মার্কো পাসালিক করেন ম্যাচের দ্বিতীয় গোল। আর যোগ করা সময়ে মেসিদের হতাশা বাড়িয়ে তৃতীয় গোলটি করেন দাগুর দন থরহালসন।

৩-০ গোলের হারের পর ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় ৬ নম্বরে নেমে গেছে ইন্টার মাায়ামি। ১৩ ম্যাচ খেলে ৬ জয়, ৪ ড্র ও ৩ হার মায়ামির। অন্য দিকে এক ম্যাচ বেশি খেলে ২৪ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে উঠে এল অরল্যান্ডো সিটি।

তবে এই ম্যাচে আক্রমণের তেমন কোনো ধার ছিল না মেসি-সুয়ারেজদের। কিছু সুযোগ তৈরি করলেও সেসব গোল করার জন্য একেবারেই যথেষ্ট ছিল না। আক্রমণভাগের ব্যর্থতার ছাপ এসে পড়ে দলের রক্ষণেও। সমন্বয়হীনতার কারণে অরল্যান্ডোর আক্রমণের মুখে বারবার ভেঙে পড়েছে তারা। যা শেষ পর্যন্ত কারণ হয়েছে বড় হারের।

হারের পর দলের ব্যর্থতা নিয়ে অ্যাপল টিভির সঙ্গে কথা বলেছেন মেসি। সময়টা ‘কঠিন’ উল্লেখ করে মেসি বলেছেন, ‘এখন সত্যিই বুঝতে পারব যে, কঠিন সময়ে আমরা দল হিসেবে কেমন। কারণ সব যখন ঠিকঠাক চলে তখন সবকিছু সহজ হয়। আর যখন কঠিন সময় আসে, তখন আমাদের যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ হতে হয়। পাশাপাশি একটি দল হিসেবে খেলতে হয় এবং নিজেদের একসঙ্গে টেনে তুলতে হয়।’

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

ব্রহ্মপুত্রের ওপর বৃহত্তম বাঁধ বসাচ্ছে চীন

তিব্বত ও ভারত দিয়ে প্রবাহিত ইয়ারলুং জাংবো নদীর ওপর বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ শুরু করেছে চীন। এই নদীটি ভারতে ব্রহ্মপুত্র নামে পরিচিত। শনিবার দক্ষিণ-পশ্চিম...

‘শেখ হাসিনার মতো মনস্টারকে হটিয়েছে এদেশের সোনালি প্রজন্ম’

শেখ হাসিনার মতো মনস্টারকে এদেশের সোনালি প্রজন্ম হটিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।শনিবার (১৯ জুলাই) কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) টেডএক্সের একটি...

যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করেছে ইসরায়েল

হামাসের পক্ষ থেকে সব জিম্মি মুক্তির শর্তে যে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছিল, তা ইসরায়েল নাকচ করে দিয়েছে। খবর নিশ্চিত করেছেন হামাসের সামরিক শাখা কাসেম...

অসুস্থ অবস্থায় মঞ্চে বসে যা বললেন জামায়াত আমীর

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েছিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। দুই দফায় অসুস্থ হয়ে...

সম্পর্কিত নিউজ

ব্রহ্মপুত্রের ওপর বৃহত্তম বাঁধ বসাচ্ছে চীন

তিব্বত ও ভারত দিয়ে প্রবাহিত ইয়ারলুং জাংবো নদীর ওপর বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ শুরু...

‘শেখ হাসিনার মতো মনস্টারকে হটিয়েছে এদেশের সোনালি প্রজন্ম’

শেখ হাসিনার মতো মনস্টারকে এদেশের সোনালি প্রজন্ম হটিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস...

যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করেছে ইসরায়েল

হামাসের পক্ষ থেকে সব জিম্মি মুক্তির শর্তে যে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছিল, তা ইসরায়েল...