কঠিন সময়ে রাশিয়ার পাশে অবস্থান করার প্রতিশ্রুতি জানিয়েছে আরেক বৈশ্বিক পরাশক্তি চীন। পশ্চিমা দেশগুলোর সম্মিলিত চাপ থেকে বেরিয়ে আসতে পুতিনের দেশকে পর্যাপ্ত সহযোগিতা করবেন শি জিনপিং।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নতুন করে আরও পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাওয়ার পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী চীনা পররাষ্ট্রমন্ত্রীকে টেলিফোন করেন। সেই ফোনালাপেই এমন আশ্বাস পেলো রাশিয়া।
ফোনলাপে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, পশ্চিমা দেশগুলোর সম্মিলিত যে চাপের মুখে রয়েছে রাশিয়া তা থেকে বেরিয়ে আসতে প্রয়োজনীয় সমর্থন দেবে চীন।
ওয়াং ই বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট তার দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে যে নেতৃত্ব দেয়ার চেষ্টা করছেন তা আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে রাশিয়ার মর্যাদা জোরদার করছে।
এদিকে টেলিফোন পরবর্তী এক বিবৃতিতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিজেদের উন্নয়ন বোঝার অধিকার রয়েছে চীন এবং রাশিয়ার। চীন এবং রাশিয়ার উন্নয়ন ঠেকানোর জন্য কোন রকমের বাধা সৃষ্টির প্রচেষ্টা সফল হবে না।
এতে আরো বলা হয়, দুদেশের উন্নয়ন এবং সমৃদ্ধি আরো উচ্চতর পর্যায়ে নেয়ার জন্য পারস্পরিক আস্থা এবং সমর্থন অব্যাহত থাকবে এবং দুই দেশ একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করছে। টালমাটাল বিশ্বকে স্থিতিশীল পর্যায়ে আনার জন্য দুই দেশের শীর্ষ কূটনীতিকরা আশাবাদ ব্যক্ত করেন।