লক্ষ্মীপুরের কমলনগরে নিখোঁজ হওয়ার একদিন পর ছালেহা বেগম (৫৫) নামের এক বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ জুন) দুপুরে উপজেলার মতির হাট এলাকার একটি পরিত্যক্ত বাড়ির পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
নিহত ছালেহা বেগম ওই এলাকার মৃত শাহজানের স্ত্রী।
পরিবারের সদস্যরা জানান, রোববার সকাল থেকে ছালেহা বেগম নিখোঁজ ছিলেন। আত্মীয়-স্বজন ও আশপাশে খোঁজ করেও তার কোনো সন্ধান মেলেনি। সোমবার সকালে কয়েকজন শিশু ফুটবল খেলতে গিয়ে ঝোপের মধ্যে মরদেহটি দেখতে পায়। পরে তারা ঘটনাটি এলাকাবাসীকে জানালে বিষয়টি দ্রুত থানা পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে কমলনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, ছালেহার পরনে স্বর্ণালঙ্কার ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে গয়না লুটে নেয়। মরদেহে বেশ কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন ছিল—বিশেষ করে গলা, কানে ও হাতে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।