রেলওয়ের রানিং স্টাফরা তাদের দাবির প্রতি আশ্বাস পাওয়ার পর ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন। ফলে ৩০ ঘণ্টার অবরোধ শেষে বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৬টা থেকে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে।
ভোরে কমলাপুর থেকে রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস প্রথমে ছাড়ে। এরপর সকাল ৮টার দিকে সোনার বাংলা এক্সপ্রেসও কমলাপুর থেকে যাত্রা শুরু করে।
পশ্চিমাঞ্চল রেলওয়ে জানায়, ৬টা ৫ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে সাগরদাড়ি এক্সপ্রেস এবং ৬টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে মধুমতি এক্সপ্রেস ছাড়ে। একইভাবে ৭টায় বনলতা এক্সপ্রেসও ছাড়ে।
রানিং স্টাফরা মূল বেতনের সাথে রানিং অ্যালাউন্স, পেনশন এবং অন্যান্য সুবিধার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন। গত ২২ জানুয়ারি চট্টগ্রামের পুরোনো রেলস্টেশনে সংবাদ সম্মেলন করে তারা ২৭ জানুয়ারির মধ্যে তাদের দাবির বাস্তবায়ন চেয়েছিলেন। অন্যথায় ২৮ জানুয়ারি থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন তারা।
রানিং স্টাফদের মধ্যে গার্ড, ট্রেনচালক (লোকোমাস্টার), সহকারী চালক এবং টিকিট পরিদর্শক (টিটিই) অন্তর্ভুক্ত। তারা সাধারণত দীর্ঘ সময় ধরে ট্রেনে দায়িত্ব পালন করেন এবং অতিরিক্ত কাজের জন্য অতিরিক্ত অর্থ পাবার সুযোগ পেতেন। তবে ২০২১ সালের ৩ নভেম্বর থেকে অর্থ মন্ত্রণালয় এই সুবিধা সীমিত করে দেয়।
দাবি না মেলার কারণে ২৮ জানুয়ারি মধ্যরাত থেকে কর্মবিরতি শুরু হয় এবং সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে বিপুল সংখ্যক যাত্রী ভোগান্তিতে পড়েন এবং অনেকেই স্টেশনে এসে ট্রেন না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। কিছু স্টেশনে ভাঙচুর ও স্টেশন মাস্টারকে আটকে রাখার মতো ঘটনা ঘটে।
সরকার বারবার কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানালেও রানিং স্টাফরা তাদের অবস্থানে অনড় ছিলেন। তবে গত রাতে সরকারের সঙ্গে বৈঠকে দাবি পূরণের আশ্বাস পাওয়ার পর কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা আসে। বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘রেল উপদেষ্টা মহোদয় আমাদের দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং দ্রুত সমাধান হবে।’
বৈঠকে রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন। পরে হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে জানান, ‘রেল কর্মকর্তা ও কর্মচারীদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে এবং তাদের সমস্যার সমাধান নিয়ে আলোচনা হয়েছে।’