বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভবনে আগুন; একের পর এক বের হচ্ছে মরদেহ

-বিজ্ঞাপণ-spot_img

দুই ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর বেইলি রোডে অবস্থিত ‘কাচ্চি ভাই রেস্টুরেন্ট’ ভবনের আগুন। ওই ভবন থেকে একের পর এক বের হচ্ছে মরদেহ। ফ্রিজিং ভ্যানে করে মরদেহগুলো নিয়ে যাওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে।

রাজধানীতে ঘটে যাওয়া ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে  স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বৃহস্পতিবার রাত ২টার দিকে গণমাধ্যমকে বলেন, এখন পর্যন্ত ৪৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন আরও ২২ জনের অবস্থা আশঙ্কাজনক।

এর আগে র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল আরিফ জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এখন পর্যন্ত ২২ জনের মরদেহ আনা হয়েছে। এ ছাড়া, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নয়জনের মরদেহ আনা হয়েছে। সর্বমোট মৃতের সংখ্যা ৩১ জন। বৃহস্পতিবার রাত ১টা ৪০ মিনিটে এ তথ্য জানান তিনি।

এর আগে রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন বলেন, নারী ও শিশুসহ এখন পর্যন্ত ২২ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়েছে।

অন্যদিকে, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে বলা হয়েছে, সেখানে নয়জনের মরদেহ রয়েছে।

তবে ফায়ার সার্ভিসের সর্বশেষ তথ্য বলছে, আগুনের ঘটনায় তিনজনের মরদেহ এবং অবচেতন অবস্থায় ৪২ জনকে উদ্ধার করা হয়েছে। অবচেতন অবস্থায় হাসপাতালে পাঠানো ৪২ জনের মধ্যে চার শিশু ও ২১ নারী রয়েছেন। বাকিরা পুরুষ। পাশাপাশি জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৭৫ জনকে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বেইলি রোডে ক্ষতিগ্রস্ত ভবনের সামনে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, তিনজনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। তবে, ৪২ জনকে অবচেতন অবস্থায় পাওয়া গেছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মৃত্যুর বিষয়টি চিকিৎসক নিশ্চিত করবেন।

তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে আমাদের ১৩টি ইউনিট ঘটনাস্থলে কাজ করেছে। ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেছে র‌্যাব, বিজিবি, আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্যবৃন্দ।

ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ‘কাচ্চি ভাই রেস্টুরেন্ট’ ভবনে আগুন লাগে। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

তিনি বলেন, ‘আমরা ভেতরে তল্লাশি চালাচ্ছি। আটকেপড়াদের জীবিত উদ্ধারে যতটুকু করা সম্ভব আমরা সেটা করার চেষ্টা করছি। বাকি পরিস্থিতি এখনো বলার সময় হয়নি। আগুন নিয়ন্ত্রণে এসেছে, তারপরও ভেতরে ধোঁয়া আছে।’

বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডে অবস্থিত ‘কাচ্চি ভাই রেস্টুরেন্ট’ ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বিতীয় তলায় আগুন লাগার পর তা উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। আতঙ্কিত লোকজন উপরের দিকে উঠে যান। এ সময় ভবন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন আহত হন।

জানা যায়, সাত তলা ভবনটির উপরের তলাগুলোতেও পোশাকের দোকান এবং বেশ কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

ফজলুর পাশে দাঁড়ালেন রনি, বললেন ‘শোকজ নয়, সম্মান দিন’

বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে কেন্দ্র করে। তার একটি সাম্প্রতিক বক্তব্য ‘উদ্ভট...

চারুকলায় শিবিরের ফেস্টুন ভাঙচুর, দাবি কালচারাল ফ্যাসিস্টের কাজ

ঢাবি প্রতিনিধিকালচারাল ফ্যাসিস্টরা ছাত্রশিবিরের ডাকসু প্রচারণার ফেস্টুন বিকৃত করেছে বলে দাবি করেছেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম। তিনি বলেন,...

তৌহিদ আফ্রিদির জন্য দরদ প্রকাশে ক্ষুব্ধ অন্তঃসত্ত্বা অবস্থায় স্বামী হারানো জুলাই শহীদের স্ত্রী

সাজ্জাত বিশ্বাস, ঝালকাঠি প্রতিনিধি২০২৪ সালের ১৮ জুলাই। দেশজুড়ে স্বৈরাচারবিরোধী ছাত্র-জনতার আন্দোলন তুঙ্গে। ওইদিন কর্মস্থলে যাওয়ার জন্য বাসা থেকে বের হন সেলিম তালুকদার।ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে...

কুষ্টিয়ার দৌলতপুরে মানসিক ভারসাম্যহীন নারীকে হত্যা, গ্রেফতার দুই 

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরশাদিপুর গ্রামে  এক মানসিক ভারসাম্যহীন নারীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।সোমবার (২৫ আগস্ট) সকালে চরশাদিপুর মাঠ থেকে তার মরদেহ উদ্ধার...

সম্পর্কিত নিউজ

ফজলুর পাশে দাঁড়ালেন রনি, বললেন ‘শোকজ নয়, সম্মান দিন’

বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বীর...

চারুকলায় শিবিরের ফেস্টুন ভাঙচুর, দাবি কালচারাল ফ্যাসিস্টের কাজ

ঢাবি প্রতিনিধিকালচারাল ফ্যাসিস্টরা ছাত্রশিবিরের ডাকসু প্রচারণার ফেস্টুন বিকৃত করেছে বলে দাবি করেছেন শিবির সমর্থিত...

তৌহিদ আফ্রিদির জন্য দরদ প্রকাশে ক্ষুব্ধ অন্তঃসত্ত্বা অবস্থায় স্বামী হারানো জুলাই শহীদের স্ত্রী

সাজ্জাত বিশ্বাস, ঝালকাঠি প্রতিনিধি২০২৪ সালের ১৮ জুলাই। দেশজুড়ে স্বৈরাচারবিরোধী ছাত্র-জনতার আন্দোলন তুঙ্গে। ওইদিন কর্মস্থলে...