জাবি প্রতিনিধি: কানাডার সাস্কেচুয়ান বিশ্ববিদ্যালয়ের কলেজ অফ এডুকেশন বিভাগের ছাত্রদের নেতৃত্বদানকারী সংগঠন সাস্কেচুয়ান এডুকেশন গ্র্যাজুয়েট স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী শামিন ইয়াসির শাফিন।
শামিন ইয়াসির শাফিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৪৪ ব্যাচের সাবেক শিক্ষার্থী। তিনি সাস্কেচুয়ান বিশ্ববিদ্যালয়ের কলেজ অফ এডুকেশনের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী যিনি সভাপতি হিসেবে নির্বাচিত হলেন। গত ১৫ মে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
শামিন সাস্কেচুয়ান বিশ্ববিদ্যালয়ে এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন (এম. এড) বিষয়ে অধ্যয়নরত আছেন। এর আগে তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খন্ডকালীন শিক্ষকতার দায়িত্ব পালন করেছেন।
শাফিনের বাবার নাম মো. হারুনুর রশীদ। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার ধর্মপুর এলাকায়।
শাফিন বলেন, আমি সাস্কেচুয়ান বিশ্ববিদ্যালয়ের এডুকেশন গ্র্যাজুয়েট স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রথম বাংলাদেশী সভাপতি হিসেবে নির্বাচিত হতে পেরে রোমাঞ্চিত। আমি এরকম একটি প্লাটফর্মের জন্য আনন্দিত, যা একাডেমিক উৎকর্ষতা বৃদ্ধি করে এবং
শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ততা বাড়ায়।
প্রসঙ্গত, সাস্কেচুয়ান বিশ্ববিদ্যালয় হলো কানাডার সাসকাচোয়ান প্রদেশের বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান। এটি কানাডার শীর্ষ গবেষণা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে অন্যতম।