আফগানিস্তানের রাজধানীর কাবুলের শিয়া অধ্যুষিত এলাকায় শুক্রবার একটি শিক্ষাকেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় ১৯ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন।
তালেবান নিযুক্ত কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কাবুলের দাশত-ই বার্চি এলাকায় বিস্ফোরণটি ঘটে। এই এলাকায় বেশিরভাগই আফগানিস্তানের সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের জনবসতি।
জাদরান জানান, হতাহতদের মধ্যে ছাত্র এবং ছাত্রী উভয়ই রয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেয়ার জন্য প্রস্তুতিমূলক পড়াশোনা করছিল। কেন্দ্রটি উচ্চশিক্ষা কেন্দ্র নামে পরিচিত এবং এটি ছাত্রছাত্রীদের বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুত ও অধ্যয়ন করতে সহায়তা করে।
তালেবান ক্ষমতা দখলের পর থেকে সহিংসতার মধ্যে এই আত্মঘাতী বোমা হামলাটি ছিল সর্বশেষতম। তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি
২০২১ সালের আগস্টে আফগানিস্তান দখল করার পর দাশত-ই বার্চি এলাকার জনগোষ্ঠী তালেবানের প্রধান প্রতিদ্বন্দ্বী ইসলামিক স্টেট গ্রুপ এবং অন্যদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।