শনিবার, ২ আগস্ট, ২০২৫

কারা হচ্ছেন নতুন হ্যারি পটার, রন ও হারমায়নি?

বিনোদন ডেস্ক
-বিজ্ঞাপণ-spot_img

জনপ্রিয় সিরিজ  হ্যারি পটার ২০২৩ সালে ঘোষণা দেওয়া হয়েছিল টিভি সিরিজ বানানোর। আর এতেই খুশি হয়েছিলেন পটারহেডরা। তবে এর  মধ্যেই কেটে গেছে দুই বছরের বেশি সময়। অনেকটা সময় কেটে যাওয়ার পর সবাই প্রায় হতাশই হয়ে পড়েছিলেন এই ভেবে যে, আদৌ আসবে কিনা নতুন কিস্তি। অবশেষে এলো স্বস্তির খবর।

এইচবিও ও ওয়ার্নার ব্রাদার্স জানিয়েছে কে কে অভিনয় করছে সিরিজটির কেন্দ্রীয় তিন চরিত্রে। 

মঙ্গলবার (২৭ মে) রাতে প্ল্যাটফর্মটির এক অফিশিয়াল ঘোষণায় এসব তথ্য জানানো হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভ্যারাইটির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৩০ হাজারেরও বেশি অভিনেতার ভেতর থেকে খুঁজে নেওয়া হয়েছে নতুন হ্যারি পটারকে। শুধু তা-ই নয়, তার সঙ্গে নতুন রন এবং হারমায়নিকেও পাওয়া গেছে।

নতুন কিস্তিতে হ্যারি পটারের চরিত্রে দেখা যাবে ডমিনিক ম্যাকলাফলিনকে, এই চরিত্রটিতে আগে ড্যানিয়েল র‍্যাডক্লিফ অভিনয় করেছিলেন। হারমায়নি চরিত্রে এমা ওয়াটসনের পরিবর্তে দেখা যাবে আরাবেলা স্ট্যান্টন এবং রুপার্ট গ্রিন্ট অভিনীত রন উইসলির চরিত্রে সিরিজে দেখা যাবে অ্যালিস্টার স্টাউটকে।

এ ছাড়া ডাম্বলডোরের ভূমিকায় অভিনয় করবেন অভিনেতা জন লিথগো অ্যালবাস। এই চরিত্রে এর আগে অভিনয় করেছেন রিচার্ড হ্যারিস, মাইকেল গ্যাম্বন, জুড ল এবং টবি রেগবো।

জ্যানেট ম্যাকটিয়ারকে নতুন ‘মিনার্ভা ম্যাকগোনাগল’ হিসেবে দেখবেন দর্শকরা। গ্রিফিন্ডর হাউসের প্রধান এবং অ্যালবাস ডাম্বলডোরের অধীনে উপ-প্রধান শিক্ষিকা হিসেবে দেখা যাবে তাকে।

সিরিজের সবচেয়ে প্রিয় চরিত্র রুবিউস হ্যাগ্রিডের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা নিক ফ্রস্ট। রবি কোল্ট্রেন এই চরিত্রটিকে অমর করে দিয়েছেন। পাপা এসিডু সার্ভেয়াস স্নেইপের চরিত্রে অভিনয় করবেন, যে চরিত্রটি অ্যালান রিকম্যান তার অভিনয় দক্ষতায় জনপ্রিয় করে তুলেছিলেন।

জে কে রাওলিংয়ের লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত হ্যারি পটার সিরিজের প্রথম সিনেমা ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন’ ২০০১ সালে মুক্তি পাওয়ার পর তুমুল জনপ্রিয়তা পায়। রাতারাতি তারকা হয়ে ওঠে ড্যানিয়েল রেডক্লিফ, এমা ওয়াটসন ও রুপার্ট গ্রিন্ট।

হ্যারি, হারমায়নি ও রন চরিত্রে অভিনয় করে তারা। পরবর্তী সময় এই ত্রয়ীকে দেখা যায় ‘হ্যারি পটার’ সিরিজের বাকি সাত সিনেমাতেও।
২০১১ সালে ‘হ্যারি পটার’ ফ্র্যাঞ্চাইজির শেষ সিনেমা ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস-পার্ট ২’ মুক্তি পায়। নতুন কিস্তির আশায় সবাই দিন গুনছিল। কিন্তু পরে আর তা হয়নি।

সিনেমা মুক্তির এক যুগ পরে যখন এইচবিও সিরিজ বানানোর ঘোষণা দেয়, সবাই স্বভাবতই উল্লাসিত হয়ে ওঠে। কিন্তু ঘোষণার পর দুই বছরেও সিরিজটি নিয়ে নতুন খবর মিলছিল না। ভক্তরা বেহ হতাশ হয়ে পড়েছিলেন। তবে ২৭ মে দেওয়া ঘোষণায় সবাই নড়েচড়ে বসেছেন।

‘হ্যারি পটার’ সিরিজটির চিত্রনাট্য ও নির্বাহী প্রযোজনা করেছেন গার্ডিনার। অন্যদিকে, সিরিজটি পরিচালনার পাশাপাশি নির্বাহী প্রযোজনার দায়িত্বে আছেন মার্ক মাইলড। এ ছাড়া নির্বাহী প্রযোজনা করেছেন লেখক জে কে রাউলিং, নীল ব্লেয়ার, ব্রন্টে ফিল্ম অ্যান্ড টিভির রুথ কেনলি-লেটস এবং হেইডে ফিল্মসের ডেভিড হেম্যান।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

নোবিপ্রবিতে শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবিতে মশাল মিছিল

কাউসার আহমেদ, নোবিপ্রবি প্রতিনিধিনোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আইন বিভাগের সহযোগী অধ্যাপক (সাময়িক বহিষ্কৃত) বাদশা মিয়ার স্থায়ী বহিষ্কারের দাবিতে এবং হাইকোর্ট কর্তৃক তার...

জাতিসংঘের মানবাধিকার কমিশন স্থাপনের প্রতিবাদে ‘লাল কার্ড’ সমাবেশ

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশন স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘লাল কার্ড সমাবেশ’ করে প্রতিবাদ করেছে ।শুক্রবার (১ আগস্ট) জুমার...

‘জুলাই শহীদ দিবস’—ইবির প্রতিযোগিতায় কারা পেল সেরার মুকুট?

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) 'জুলাই শহীদ দিবস' উপলক্ষে আয়োজিত ইবি ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্রাফিতি ও ক্যালিগ্রাফি এবং রচনা প্রতিযোগিতা...

সুরের জাদুকর অরিজিৎ, কনসার্টে কেমন তার পারিশ্রমিক

বর্তমান সময়ের তারকা সংগীতশিল্পী অরিজিৎ সিংহ। নতুন প্রজন্মের বিরহের গানে যেন একক রাজত্ব কায়েম করেছেন তিনি। দেশ-বিদেশে তাঁর ভক্ত ও শ্রোতার সংখ্যা অগণিত। গানের...

সম্পর্কিত নিউজ

নোবিপ্রবিতে শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবিতে মশাল মিছিল

কাউসার আহমেদ, নোবিপ্রবি প্রতিনিধিনোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আইন বিভাগের সহযোগী অধ্যাপক (সাময়িক...

জাতিসংঘের মানবাধিকার কমিশন স্থাপনের প্রতিবাদে ‘লাল কার্ড’ সমাবেশ

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশন স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা...

‘জুলাই শহীদ দিবস’—ইবির প্রতিযোগিতায় কারা পেল সেরার মুকুট?

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) 'জুলাই শহীদ দিবস' উপলক্ষে আয়োজিত ইবি ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে...