এস এম সাইফুল ইসলাম, প্রতিনিধি: কারা নির্যাতিত মাজলুম আলেম, বাংলাদেশ খেলাফত মজলিস এর মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশ- এর কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক কিডনিজনিত অসুস্থতার কারণে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) অসুস্থতা বেড়ে গেলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক স্টাটাসে নিশ্চিত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস-এর যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন।
পোস্টে তিনি লিখেন, ‘মাওলানা মুহাম্মদ মামুনুল হক গতকাল থেকে ঢাকার একটি প্রাইভেট হসপিটালে চিকিতসাধীন আছেন। তিনি কিডনী জনিত রোগে আক্রান্ত। পরিবার ও সংগঠন তার সুস্হতার জন্য সকলের কাছে দোয়া চেয়ছেন। আল্লাহ তায়ালা তাকে দ্রুত সুস্হতা দান করুন’।