কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নৌকা ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে আরও দুই শিশু। মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল ময়মনসিংহ জেলার পাগলা থানার দত্তেরবাজার এলাকা।
নৌকায় ছিল ৯ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৬ জন সাঁতরে তীরে উঠতে পারলেও ৩ জন ডুবে যায়।
দুপুরে একজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহত শিক্ষার্থীর নাম শাপলা (১৫)। তিনি পাকুন্দিয়ার চর আলগী গ্রামের মাইনুদ্দিনের মেয়ে। শাপলা বিরইন নদীপাড় দাখিল মাদরাসার ছাত্রী ছিলেন।
এখনো নিখোঁজ রয়েছে একই মাদরাসার দুই শিক্ষার্থী। তারা হলো—জুবায়ের (৬) ও আবির (৭)। জুবায়ের মুমতাজ উদ্দিনের ছেলে, আর আবির হাবিব মিয়ার ছেলে।
ঘটনার খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বলেন, ১ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ দুই শিশুর খোঁজে অভিযান চলছে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোফাজ্জল হোসেন জানান, খবর পেয়েই ডুবুরি দল ঘটনাস্থলে আসে। নিখোঁজদের না পাওয়া পর্যন্ত অভিযান চলবে।
এদিকে স্থানীয়রা জানিয়েছেন, তারা বহুদিন ধরে একটি সেতুর দাবি জানিয়ে আসছেন।
চর আলগী গ্রামের বাসিন্দারা বলেন, প্রতিবছরই এমন দুর্ঘটনা ঘটে। একটি সেতু হলে শিশুরা আর নৌকায় ঝুঁকি নিয়ে পার হতে হতো না।