জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের,হোস্টেল সমূহের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও নিরাপদ অবস্থান বজায় রাখার স্বার্থে, যে কোন রাজনৈতিক দলের নামে সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে।
আজ ১৭/০৬/২০২৫ বৃহস্পতিবার, বিকেলে গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আ.ন.ম.মুশতাকুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই বিজ্ঞপ্তি জারি করা হয়।
উক্ত বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, সরকারি কলেজের ছাত্র-ছাত্রীদের পাঁচটি আবাসিক হোস্টেলে,কোন প্রকার রাজনৈতিক লিফলেট, পোস্টার বিতরণ ও প্রচারণা এবং দেয়াল লিখন নিষিদ্ধ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, কোন প্রকার রাজনৈতিক দলও এর অঙ্গ সংগঠন সমূহের হোস্টেলভিত্তিক কমিটির কার্যক্রম পরিচালনার নিষিদ্ধ করা হয় এবং কোন শিক্ষার্থীর ইচ্ছার বিরুদ্ধে, তাদেরকে জোরপূর্বক কোন প্রকার মিটিং মিছিলে অংশগ্রহণের করতে বল প্রয়োগ পারবে না পাশাপাশি, বৈধ কার্ডধারী ছাত্রছাত্রীরা কেবল হোস্টেলে অবস্থান করতে পারবে। বৈধ ছাত্রছাত্রী ব্যতীত অবৈধ কোন ছাত্রছাত্রী হোস্টেলে অবস্থান করতে পারবে না, যদি হোস্টেলের কার্ডবিহীন কোন ছাত্র ছাত্রী অবস্থান করে সেই সকল ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ আ.ন.ম.মুশতাকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি ফেস দ্যা পিপলকে জানান, ছাত্র-ছাত্রীদের সাথে আলোচনা করে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি, এই নিষেধাজ্ঞা শুধু হোস্টেল ক্যাম্পাস এরিয়ার জন্য। কলেজ ক্যাম্পাসের জন্য নয়, তবে এই নিষেধাজ্ঞা সাময়িক।
ফজলুল হক বাবু