বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবু বকরকে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নিবাসকে গ্রেফতার করেছে দেবিদ্বার থানা পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চন্দ্রনগর গ্রামে এক কিশোরীর সাথে আপত্তিকর অবস্থায় তাকে স্থানীয়রা আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপার্দ করে।
স্থানীয়রা জানান, আটক নিবাস চন্দ্র লট্ট (২৫) দেবিদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের মালিবাড়ির মৃত: অমূল্য লট্টের পুত্র এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ দেবিদ্বার পৌরসভার ৯ নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক। সে গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনরত ছাত্রদের উপর হামলা ও পোনরা গ্রামের আবুল খায়েরের পুত্র আবু বকরকে কুপিয়ে জখম করেছে।
আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন, কিশোর গ্যাং লিডার, ইয়াবা সিন্ডিকেট পরিচালনা, মাদক ব্যবসা ও মাদক বিক্রি, অপহরণ, ছিনতাই, নারী কেলেঙ্কারী, ইভটিজিং, অপহরণসহ বিভিন্ন অভিযুগে অভিযুক্ত ছিল। প্রকাশ্যে স্কুল ছাত্রীদের উত্তক্ত করলেও কেউই বাঁধা দেয়া বা প্রতিবাদ করার সাহস পেত না।
এ ব্যপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, জনগন তাকে আটক করে পুলিশে সোপার্দ করেছে। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছর ৪ আগস্ট আবুবকরকে কুপিয়ে যখম করা মামলার অজ্ঞাতনামা তালিকার আসামী, তাকে ভিডিও ফুটেজ ও ছবি দেখে সনাক্ত করা হয়।