কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আল আমিনের দোকানের সামনে বিলুপ্ত কমিটির ৩ নেতাকে মারধরের ঘটনায় ছাত্রলীগের দু’পক্ষকে মুখোমুখি অবস্থান করতে দেখা গেছে।
এই হামলার ঘটনায় গুরুতর আহত হন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সালমান হৃদয়, বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সহসভাপতি সাইদুল ইসলাম রোহান
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রেজা-ই-এলাহী সমর্থিত স্থানীয় যুবদল নেতা রনি, হত্যা মামলার আত্মস্বীকৃত খুনি বিপ্লব চন্দ্র দাস, সাবেক শিক্ষার্থী ইকবাল, স্বজন বরণ বিশ্বাসসহ ১২ থেকে ১৫ জন এই হামলা চালান।