কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগমের লাশ নিজ বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। এটিকে ‘খুন’ দাবি করে বিচার দাবিতে কুমিল্লা শহরে মানববন্ধনে যাওয়ার জন্য বাসের দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে বাসের দাবি জানালে, প্রশাসন বাস দিতে অস্বীকৃতি জানালে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দেয়।
এ ব্যাপারে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মুতাসিম বিল্লাহ বলেন, আমরা শহরে মানববন্ধনে যাওয়ার জন্য বাস চেয়েছি। রেজিস্ট্রার আমাদেরকে বলেন, তোমরা আন্দোলন করবে এর জন্য কি প্রশাসন বাস দিতে দায়বদ্ধ নাকি? তোমরা এই ছোটখাটো বিষয়ের জন্য বাস চাইতে পারো না। আমরা তো একটা বাস-ই চেয়েছি। উনি এমন কথা কীভাবে বলেন।
এ ব্যাপারে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘একটা বাস ইতিমধ্যে দেওয়া হয়েছে। আর এর আগেই আমাদের প্রশাসন থেকে ঘটনাস্থলে উপাচার্য, উপ-উপাচার্য এবং প্রক্টর গিয়েছেন। আরেকটি বাস দেওয়ার প্রক্রিয়া চলছিল। এর মধ্যে একটা ভুল বুঝাবুঝি হয়ে প্রশাসনিক ভবনে তালা দেওয়া হয়েছে।’
উল্লেখ্য, গতকাল রাত ১ টায় নিজ বাসা থেকে সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগমের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা এটি ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’।