রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় নিহত একই পরিবারের ৪ জন

তাছলিমা লিয়া, কুমিল্লা প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন প্রাণ হারিয়েছেন। ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার উপপরিদর্শক আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শুক্রবার (২২আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নূরজাহান হোটেলের সামনে ইউটার্ন নিতে গিয়ে অপরদিক থেকে আসা একটি সিমেন্ট বোঝাই কাভার্ডভ্যান লরি উল্টে গিয়ে প্রাইভেটকার চাপা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। একই সময়ে চাপা পড়ে সিএনজি অটোরিকশার তিন আরোহী গুরুতর আহত হন।

নিহতরা হলেন-বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৭০), ছেলে আবুল হাশেম (৫০) এবং আবুল কাশেম (৪৭)। প্রাইভেটকারটির চালক ছিলেন আবুল হাশেম।

নিহত ওমর আলীর জামাতা মো.মাহবুব আলম জানান, আমার শশুর-শাশুড়ী ও আমার স্ত্রীর বড় দুই ভাই ঢাকা থেকে প্রাইভেটকার যোগে গ্রামের বাড়ি বরুড়া আসছিলেন। এ সময় ইউটার্ন নিতে গেলে সিমেন্ট বোঝাই লরির চাপায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে আমার শ্বশুর-শাশুড়িসহ একই পরিবারের চার জন ঘটনাস্থলেই মারা যায়।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, পদুয়ার বাজার ইউটার্নে একটি যাত্রীবাহী বাস উল্টো পথে এসে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। এসময় বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই কাভার্ডভ্যান ওই বাসটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। মুহূর্তেই লরিটি পিছনে থাকা প্রাইভেটকার ও সিএনজিকে চাপা দেয়। ঘটনাস্থলেই প্রাইভেট কারের চার আরোহী নিহত হন। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

‘জুলাইয়ের পরও আমাদের রাজনীতিবিদদের কোনো পরিবর্তন হয়নি’

জুলাইয়ের পরও আমাদের রাজনীতি- বিদদের কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন বিগ্রেডিয়ার জেনারেল(অব.) আবদুল্লাহিল আমান আজমী।রোববার(২৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ফেস...

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে এক চুক্তি, ৪টি স্মারক ও একটি কর্মসূচি সই

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ঢাকা সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি চুক্তি,...

কাদা ছোড়াছুড়ি না করে ভালো কাজের প্রতিযোগিতার আহবান সাদিক কায়েমের

ঢাবি প্রতিনিধিডাকসু নির্বাচনকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি না করে সকল প্রার্থীকে ভালো কাজের প্রতিযোগিতার আহ্বান জানিয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী...

ইকসু গঠনে এক প্লাটফর্মে ইবির সকল শিক্ষার্থী 

স্বাধীন বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হলো কুষ্টিয়ার  ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। কিন্তু দীর্ঘ ৪৫ বছরেও গঠিত হয়নি কেন্দ্রীয় ছাত্র সংসদ। তবে সম্প্রতি এ নিয়ে সরব...

সম্পর্কিত নিউজ

‘জুলাইয়ের পরও আমাদের রাজনীতিবিদদের কোনো পরিবর্তন হয়নি’

জুলাইয়ের পরও আমাদের রাজনীতি- বিদদের কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন বিগ্রেডিয়ার জেনারেল(অব.) আবদুল্লাহিল...

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে এক চুক্তি, ৪টি স্মারক ও একটি কর্মসূচি সই

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ঢাকা সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী...

কাদা ছোড়াছুড়ি না করে ভালো কাজের প্রতিযোগিতার আহবান সাদিক কায়েমের

ঢাবি প্রতিনিধিডাকসু নির্বাচনকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি না করে সকল...