কুমিল্লার নাঙ্গলকোট এলাকায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার খবর পাওয়া গেছে।
রোববার দুপুরে উপজেলার হাসানপুর ট্রেন স্টেশনের দক্ষিণ পাশে তেজের বাজার নামক স্থানে ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়।
সংশ্লিষ্টরা জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে এ দুর্ঘটনা ঘটে।
তবে এই দুর্ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।