শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

কুমিল্লায় স্ত্রীকে টাকার বিনিময়ে বিক্রি, স্বামীসহ ২ আসামীর যাবজ্জীবন

১৮ জানুয়ারি, ২০২৫, ০৫:১১ অপরাহ্ণ

আব্দুল্লাহ আল আলীম,কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ ঘটনায় অভিযুক্ত স্বামী টাকার বিনিময়ে স্ত্রীকে বিক্রি করেন এবং ধর্ষণে সহায়তা করেন বলে জানা গেছে।

মঙ্গলবার(২০ সেপ্টেম্বর) মামলার রায় ঘোষনা করেন জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।

সাজাপ্রাপ্তরা হলেন জেলার সদর উপজেলার ধনুয়াখলার মিয়াজী বাড়ির নুরুল ইসলাম (৩৩) ও একই উপজেলার সৈয়দপুর গ্রামের আবদুর রহমান (৫৫)। যাবজ্জীবনের পাশাপাশি নারীর স্বামী নুরুল ইসলামকে ১০ হাজার ও আবদুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

কুমিল্লা কোর্ট পরিদর্শক মোহাম্মদ মজিবুর রহমান গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করে জানান, রায় ঘোষনার সময় আসামীদ্বয় উপস্থিত ছিলেন।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০২০  ভুক্তভোগী নারীর স্বামী নুরুল ইসলাম ১০ হাজার টাকার বিনিময়ে তার স্ত্রী দেলোয়ারাকে আসামী আবদুর রহমানের কাছে বিক্রি করেন। বিষয়টা জানতো না স্ত্রী দেলোয়ারা বেগম। ২০২০ সালের ১ সেপ্টেম্বর ঘটনার দিন সন্ধ্যায় স্বামী নুরুল  ইসলাম তার স্ত্রীর হাত পা চেপে ধরে। আবদুর রহমান তখন সেই নারীকে ধর্ষণ করে।

মামলার তদন্ত চলাকালীন সময়ে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে। এরপর আদালতের মাধ্যমে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহন করে পুলিশ। এই মামলায় মোট ৯ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন।

মামলার সাক্ষ্যগ্রহণ শেষে আজ মঙ্গলবার কুমিল্লা নারী ও শিশু ট্রাইব্যুনাল -০১ এর বিচারক দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ