তাছলিমা লিয়া, কুমিল্লা :
কুমিল্লা সদর দক্ষিণের লালমাইয়ে মাতৃভূমিতে এলাকাবাসীর সাথে সন্ধ্যাকালীন চা চক্র সারলেন ফেস দ্যা পিপলের সম্পাদক জনাব সাইফুর রাহমান সাগর। এই সন্ধ্যাকালীন চা চক্রে কুমিল্লার সদর ও দক্ষিণ অঞ্চলের বিএনপি নেতাকর্মী, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য সহ এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সোমবার (৬ সেপ্টেম্বর) সন্ধায় জনাব সাইফুর রহমান সাগরের পিতা জনাব মোস্তফা কামালের অফিস সংলগ্ন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুমিল্লা সদর উপজেলার সঙ্গে সদর দক্ষিণ উপজেলাকে সংযুক্ত করে আগামী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের আসন বিন্যাস করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে লালমাইয়ে এ অঞ্চলের বিএনপির নেতাকর্মীরা চা চক্র অনুষ্ঠানে উপস্থিত হয়ে জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন।
সাবেক সাংসদ হাজী আমিনুর রশিদ ইয়াসিন বলেন, “আমি আপনাদের সহযোগিতা চাই। আমি বিশ্বাস করি সদর দক্ষিণের লোকজন আমাকে বিশ্বাস করে। আমি কারো উপকার করতে না পারি, আমার জানামতে কোনদিন আমি কারো প্রতি অন্যায় করি নাই। আমি কারো অর্থ লুণ্ঠন করি নাই। আমি চাঁদাবাজির রাজনীতি করিনা। যদি কেউ প্রমাণ করতে পারে আমি রাজনীতি ছেড়ে চলে যাব। কথা দিচ্ছি জনগণের সেবা করার জন্য রাজনীতি করবো অর্থ উপার্জনের জন্য নয়”।
উৎবাতুল বারী আবু বলেন, “আমি শুধু সকলকে একটি কথা বলতে চাই ৫ই আগস্ট আমরা হাসিনা থেকে মুক্ত বাংলাদেশ পেয়েছি। আমাদের সকলকে ৫ই আগস্টের শিক্ষা নিতে হবে। আমরা কি পেলাম, না পেলাম তা ব্যাপার না। আল্লাহর কাছে শুকরিয়া করতে হবে যে, আল্লাহ আমাদেরকে হাসিনার মতো দানব থেকে মুক্ত করেছে”।
ইউসুফ মোল্লা টিপু সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “জিয়া পরিবারের সুযোগ্য নেতা এখানে আসবে জেনে আপনার এখানে উপস্থিত হয়েছেন, সেজন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। যারা ভাঁওতাবাজির রাজনীতি করে তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। আগামী দিনের বিএনপি’র রাজনীতি হবে স্বচ্ছ”।
এ সময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি জনাব উৎবাতুল বারী আবু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব ইউসুফ মোল্লা টিপু, সদর দক্ষিণ উপজেলার সাবেক সাধারণ সম্পাদক জনাব মাহবুব আলম চৌধুরী। এছাড়া আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর যুবদলের সিনিয়র যুগ্মআহ্বায়ক জনাব খলিলুর রহমান বিপ্লব, মহানগর বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক জনাব মামুনুর রশিদ মজুমদার, মহানগর যুবদলের সদস্যসচিব জনাব রোমান হাসান, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জনাব আনোয়ার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহ-সমন্বয়ক মু. আবু রায়হান, ফেস দ্যা পিপলের সম্পাদক জনাব সাইফুর রাহমান সাগর। এ সময় বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাধারণ মানুষজনও অনুষ্ঠানে অংশ নেয়।