ফেরদাউসু শুভ, পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের ধোলাই মার্কেট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বাদল সরদার (৩৫) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বেড়িবাঁধের বাইরে প্রবাহমান খালে ভরাটের উদ্দেশ্যে প্রভাবশালী একটি চক্র বালু উত্তোলন করছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে বাদল সরদারকে হাতেনাতে আটক করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদেক। এসময় প্রায় ৭৫০ ফুট পাইপ জব্দ করে ধ্বংস করা হয় এবং অবৈধ কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।
‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ৪ ও ১৫ ধারায় দন্ড প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অবৈধ বালু উত্তোলন পরিবেশ ও বেড়িবাঁধের জন্য হুমকি হয়ে উঠছে। তাই এই ধরনের কর্মকাণ্ড রোধে নিয়মিত অভিযান চলবে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল বেড়িবাঁধ সংলগ্ন মাছের ঘের থেকে বালু কেটে খাল ও বনভূমি ভরাট করে মার্কেট তৈরির চেষ্টা চালাচ্ছে। এতে বেড়িবাঁধ ঝুঁকির মুখে পড়ছে এবং পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়ছে।