বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫

কুয়েটে হামলার প্রতিবাদে জাবিতে স্লোগান— ’সন্ত্রাস করে দুই দল, লীগ আর ছাত্রদল’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাবি
-বিজ্ঞাপণ-spot_img

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের মিছিলে ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার বটতলায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীদের ’কুয়েটের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ’জেগেছেরে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’ ’সন্ত্রাস করে দুই দল, লীগ আর ছাত্রদল’ ’লীগ গেছে যেই পথে, দল যাবে সেই পথে’ সন্ত্রাসীদের আস্তানা, ভেঙে দাও, গুড়িয়ে দাও’সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী শোয়াইব হাসানের সঞ্চালনায় ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী নাদিয়া রহমান অন্বেষা বলেন, ’আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগের মতো ছাত্রদল কুয়েটে শিক্ষার্থীদের ওপর নারকীয় হামলা চালিয়েছে। আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, তা প্রতিহত করতে একটি গোষ্ঠী উঠেপড়ে লেগেছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা এখনো রাজপথ ছেড়ে দেয়নি।’

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী তৌহিদ সিয়াম বলেন, ’আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেখানে শিক্ষার্থীদের ওপর হামলা করে কেউ পার পেয়ে যাবে না। আমরা ছাত্রদলকে বলে দিতে চাই আপনারা জুলাইকে ভুলে যাবার চেষ্টা করবেন না। আপনারা এমন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে গেলে হাসিনার মতোই অবস্থা হবে আপনাদের।’

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু বলেন, ’কুয়েটে যে সন্ত্রাসী হামলা হয়েছে তা তীব্র নিন্দা জানাচ্ছি। একটি বিশেষ মহল এখনো ট্যাগের রাজনীতি করে যাচ্ছে, এ সকল বিশেষ মহলকে সাবধান করছি। দেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ে হামলা হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাদের পাশে থাকবে। আমাদের কোন ভাই-বোনের যদি এক বিন্দুও রক্ত ঝরে তাহলে আপনাদের অবস্থা লীগের চেয়েও ভয়ঙ্কর হবে।’

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

ধানসিঁড়ির পাড়ে ‘ঘর’ প্রস্তুত, শালিখের বেশে ফিরবেন জীবনানন্দ!

তিরিশের দশকের কবিদের মধ্যে জীবনানন্দ দাশ ভিন্ন ধাঁচেরই ছিলেন। রূপসী বাংলার এই কবি তার কবিতায় বলেছেন– 'আবার আসিব ফিরে, ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো...

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার খবর অতিরঞ্জিত: বিজিবি প্রধান

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার খবর অতিরঞ্জিত। বিজিবি ও বিএসএফের মধ্যে উচ্চ পর্যায়ের...

ঝালকাঠিতে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে র‍্যালি

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে তার পবিত্রতা রক্ষায় ঝালকাঠিতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে শহরের আমতলা রোডের কায়েদ মহলে...

হুমায়ূনের ‘তারা তিনজন’ নুহাশ হূমায়ুনের ‘ওরা তিনজন’

বাংলা কথাসাহিত্যের ধারায় তুমুল জনপ্রিয় লেখক এবং নির্মাতা হ‍ুমায়ূন আহমেদ। শিক্ষকতা ছেড়ে চলে গেলেন চলচ্চিত্র নির্মাণে, জীবদ্দশায় তিনি গল্পের পাশাপাশি নির্মাণ করে গেছেন অসংখ্য...

সম্পর্কিত নিউজ

ধানসিঁড়ির পাড়ে ‘ঘর’ প্রস্তুত, শালিখের বেশে ফিরবেন জীবনানন্দ!

তিরিশের দশকের কবিদের মধ্যে জীবনানন্দ দাশ ভিন্ন ধাঁচেরই ছিলেন। রূপসী বাংলার এই কবি তার...

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার খবর অতিরঞ্জিত: বিজিবি প্রধান

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, বাংলাদেশে...

ঝালকাঠিতে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে র‍্যালি

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে তার পবিত্রতা রক্ষায় ঝালকাঠিতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত...
Enable Notifications OK No thanks