রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

কুয়েটে হামলার প্রতিবাদে জাবিতে স্লোগান— ’সন্ত্রাস করে দুই দল, লীগ আর ছাত্রদল’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাবি
-বিজ্ঞাপণ-spot_img

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের মিছিলে ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার বটতলায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীদের ’কুয়েটের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ’জেগেছেরে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’ ’সন্ত্রাস করে দুই দল, লীগ আর ছাত্রদল’ ’লীগ গেছে যেই পথে, দল যাবে সেই পথে’ সন্ত্রাসীদের আস্তানা, ভেঙে দাও, গুড়িয়ে দাও’সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী শোয়াইব হাসানের সঞ্চালনায় ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী নাদিয়া রহমান অন্বেষা বলেন, ’আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগের মতো ছাত্রদল কুয়েটে শিক্ষার্থীদের ওপর নারকীয় হামলা চালিয়েছে। আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, তা প্রতিহত করতে একটি গোষ্ঠী উঠেপড়ে লেগেছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা এখনো রাজপথ ছেড়ে দেয়নি।’

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী তৌহিদ সিয়াম বলেন, ’আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেখানে শিক্ষার্থীদের ওপর হামলা করে কেউ পার পেয়ে যাবে না। আমরা ছাত্রদলকে বলে দিতে চাই আপনারা জুলাইকে ভুলে যাবার চেষ্টা করবেন না। আপনারা এমন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে গেলে হাসিনার মতোই অবস্থা হবে আপনাদের।’

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু বলেন, ’কুয়েটে যে সন্ত্রাসী হামলা হয়েছে তা তীব্র নিন্দা জানাচ্ছি। একটি বিশেষ মহল এখনো ট্যাগের রাজনীতি করে যাচ্ছে, এ সকল বিশেষ মহলকে সাবধান করছি। দেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ে হামলা হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাদের পাশে থাকবে। আমাদের কোন ভাই-বোনের যদি এক বিন্দুও রক্ত ঝরে তাহলে আপনাদের অবস্থা লীগের চেয়েও ভয়ঙ্কর হবে।’

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

আল-আকসা ভেঙে ফেলার পরিকল্পনা করছে ইসরায়েলিরা, ফিলিস্তিন সরকারের সতর্কতা জারি

দখলদার ইসরায়েলি সেটেলার তথা অবৈধ বসতি স্থাপনকারীরা জেরুজালেমে মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান ও প্রথম কিবলা আল-আকসা মসজিদে হামলা চালিয়ে এটি ভেঙে ফেলে তার জায়গায়...

উৎকণ্ঠার অবসান, বিশ্বকাপে বাংলাদেশ নারী দল

বিশ্বকাপে জায়গা করে নিলো বাংলাদেশের মেয়েরা। শেষ পর্যন্ত অপেক্ষা আর উৎকণ্ঠার পালা শেষ হয়েছে নিগার সুলতানাদের জন্য। নেট রান রেটে এগিয়ে থাকায় শেষ হাসি হাসলো...

পুঁটি মাছ কাটা নিয়ে দ্বন্দ্বে স্ত্রীকে খুনের পর সেচ্ছায় থানায় উপস্থিত স্বামী

বাজার থেকে কিনে আনা পুঁটি মাছ কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে স্ত্রীকে গলা টিপে হত্যা করেন স্বামী। এরপর স্বামী নিজেই থানায় উপস্থিত হয়ে দেন ঘটনার...

যুক্তরাষ্ট্রের আরেকটি এমকিউ-৯ রিপার ড্রোন ধ্বংস করল হুতি

যুক্তরাষ্ট্রের আরও একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বিষয়টি নিশ্চিত করেছেন। জেনারেল ইয়াহিয়া...

সম্পর্কিত নিউজ

আল-আকসা ভেঙে ফেলার পরিকল্পনা করছে ইসরায়েলিরা, ফিলিস্তিন সরকারের সতর্কতা জারি

দখলদার ইসরায়েলি সেটেলার তথা অবৈধ বসতি স্থাপনকারীরা জেরুজালেমে মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান ও প্রথম...

উৎকণ্ঠার অবসান, বিশ্বকাপে বাংলাদেশ নারী দল

বিশ্বকাপে জায়গা করে নিলো বাংলাদেশের মেয়েরা। শেষ পর্যন্ত অপেক্ষা আর উৎকণ্ঠার পালা শেষ হয়েছে...

পুঁটি মাছ কাটা নিয়ে দ্বন্দ্বে স্ত্রীকে খুনের পর সেচ্ছায় থানায় উপস্থিত স্বামী

বাজার থেকে কিনে আনা পুঁটি মাছ কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে স্ত্রীকে গলা টিপে হত্যা...