বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

কুষ্টিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো শ্রমিকদের ১২ দফা দাবিতে বিক্ষোভ

কুষ্টিয়া প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

কুষ্টিয়ায় বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর (বিএটি) মৌসুমি শ্রমিকদের মধ্যে অসন্তোষ চরমে পৌঁছেছে। ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে ১২ দফা উপস্থাপন করে রোববার (১৫ জুন) সকালে আন্দোলনে নেমেছেন প্রায় ১,২০০ শ্রমিক। তারা কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্মারকলিপিও প্রদান করেছেন।

সকাল ৬টা থেকেই কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে বিএটির লিফ ফ্যাক্টরির মূল ফটকের সামনে জড়ো হন শ্রমিকরা। সেখানে প্রথম ধাপে বিক্ষোভ ও কর্মবিরতি চলতে থাকে দুপুর পর্যন্ত। এরপর তারা শহরের কালেক্টরেট চত্বরে গিয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় শ্রমিকদের একটি প্রতিনিধি দল কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের কাছে ১২ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি হস্তান্তর করে।

শ্রমিক সুপারভাইজার হিরু চাঁদ ও লাইজু আহমেদ জানান, “আমরা ডিসি স্যারের কাছে আমাদের দাবিগুলোর কথা তুলে ধরেছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে বিষয়টি নিয়ে আলোচনা হবে এবং সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হবে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা ৩০ দিনের কর্মবিরতি কর্মসূচি পালন করব।”

শ্রমিকদের দাবি ও অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, “এটি একটি প্রাইভেট অর্গানাইজেশনের বিষয়। সরকার কোনো বেসরকারি প্রতিষ্ঠানের ওপর জোর প্রয়োগ করতে পারে না। তবে শ্রমিকদের দাবি ও আন্দোলনের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আইন অনুযায়ী প্রতিষ্ঠানটি তাদের দায়িত্ব পালন করছে কিনা, সেটি যাচাই করা হবে।”

আন্দোলনরত শ্রমিকদের একজন, সাব্বির হাসান শাওন বলেন, “আমরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছি। আমরা মৌসুমি শ্রমিক হিসেবে মেসার্স মতিয়ার রহমান নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে বিএটিতে কাজ করি। আমাদের মৌলিক ও ন্যায্য চাহিদাগুলো বারবার জানালেও তা উপেক্ষিত থেকে গেছে। তাই বাধ্য হয়েই আমরা কর্মবিরতিতে গেছি।”

শ্রমিকদের ১২ দফা দাবির মধ্যে রয়েছে—বেতন বৈষম্য দূরীকরণ, কাজের নিরাপত্তা নিশ্চিতকরণ, মৌসুমি শ্রমিকদের স্থায়ী করার পরিকল্পনা, স্বাস্থ্যসেবা ও ইনসেনটিভ সুবিধা প্রদান ইত্যাদি।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

কুমিল্লা বোর্ডসেরা শিক্ষার্থী কিশোরগঞ্জের কন্যা ক্যাডেট রাইতা

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাঝুড়ী ইউনিয়নের মেয়ে ক্যাডেট রাইতা রাজাধী রাজ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২২ সালের এসএসসি ও ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ...

ঝিকরগাছায় স্থানীয় সরকার নির্বাচনের জন্য জামায়াতের প্রার্থী ঘোষণা

বেনাপোল প্রতিনিধি: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে ঝিকরগাছা উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ ও ১টি পৌরসভায় দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে...

নোবিপ্রবিতে জুলাই স্মৃতি ফুটবল খেলা বাতিল, খেলোয়াড়দের ক্ষোভ

কাউসার আহমেদ, নোবিপ্রবি প্রতিনিধিনোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘জুলাই স্মৃতি আন্তঃঅনুষদ ফুটবল প্রতিযোগিতা’ মাঠের অনুপযুক্ততার অজুহাতে বাতিল করেছে বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগ। পরিবর্তে...

কোন দাবি থেকেই আমরা সরে আসিনি: নাহিদ ইসলাম

নরসিংদী প্রতিনিধি :-জাতীয় নাগরিক পার্টির আহব্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য এক বছর পর আবারও দেশ গড়তে মাঠে নেমেছি। এক বছরে নানা...

সম্পর্কিত নিউজ

কুমিল্লা বোর্ডসেরা শিক্ষার্থী কিশোরগঞ্জের কন্যা ক্যাডেট রাইতা

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাঝুড়ী ইউনিয়নের মেয়ে ক্যাডেট রাইতা রাজাধী রাজ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে...

ঝিকরগাছায় স্থানীয় সরকার নির্বাচনের জন্য জামায়াতের প্রার্থী ঘোষণা

বেনাপোল প্রতিনিধি: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে ঝিকরগাছা উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ...

নোবিপ্রবিতে জুলাই স্মৃতি ফুটবল খেলা বাতিল, খেলোয়াড়দের ক্ষোভ

কাউসার আহমেদ, নোবিপ্রবি প্রতিনিধিনোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘জুলাই স্মৃতি আন্তঃঅনুষদ ফুটবল প্রতিযোগিতা’...