বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

কুষ্টিয়ায় ভিডব্লিউবি তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ,চেয়ারম্যান ও সদস্যের স্ত্রীদের নাম

সাজ্জাদ হোসেন,কুষ্টিয়া প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির উপকারভোগীর তালিকা নিয়ে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। 

স্থানীয়দের দাবি, তালিকায় ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন মুকুলের স্ত্রীসহ কয়েকজন ইউপি সদস্যের স্ত্রীর নাম যুক্ত করা হয়েছে। এ নিয়ে উপজেলা প্রশাসন তদন্ত শুরু করেছে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, ভিডব্লিউবি কর্মসূচির আওতায় অসহায় নারীরা প্রতি মাসে ৩০ কেজি করে চাল পান। ২০২৫–২৬ অর্থবছরের জন্য অনলাইনে আবেদন শেষে যাচাই–বাছাই করে ১৮৭ জন আবেদনকারীর মধ্যে ৯৭ জনকে চূড়ান্ত করা হয়। 

বাছাই কমিটির সভাপতি ছিলেন ইউপি চেয়ারম্যান। 

আর এই তালিকাটি গত ৩০ জুন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও ইউএনওর স্বাক্ষরে অনুমোদিত হয়। এরপর ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. বকুল আলী লিখিত অভিযোগ দেন ইউএনওর কাছে। অভিযোগপত্রে বলা হয়েছে, চূড়ান্ত তালিকায় ৬০ নম্বরে চেয়ারম্যানের স্ত্রী মোছা. আঞ্জুমান আরার নাম রাখা হয়েছে, যেখানে অভিভাবক হিসেবে উল্লেখ করা হয়েছে চেয়ারম্যানের ছোট ভাই আবুল কালাম আজাদকে। একই তালিকায় ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল রানার স্ত্রী মোছা. নুরুন্নাহার বেগম (৮৩ নম্বর), ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মিনাজুল ইসলামের স্ত্রী ময়না খাতুন (১৯ নম্বর), ৮ নম্বর ওয়ার্ডের সদস্য দাউদ আলীর স্ত্রী জরিনা খাতুন (৩৬ নম্বর)সহ দলীয় ঘনিষ্ঠ কয়েকজনের স্বজনের নাম রয়েছে। অভিযোগে আরও বলা হয়, তালিকাভুক্ত অনেক নারীর কাছ থেকে কার্ডপ্রতি ৫–১০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন মুকুল বলেন, “আমাকে ফাঁসানোর জন্য কেউ ইচ্ছাকৃতভাবে অনলাইনে আবেদনকালে আমার স্ত্রীর নাম দিয়েছে। আরও বেশ কয়েকজনের নামেও অভিযোগ আছে। যাচাইয়ে ত্রুটি হয়েছিল, ইউএনও সাহেব তদন্ত করছেন।” 

তিনি আরও জানান, “অন্তত ১১ জনের বিষয়ে আপত্তি এসেছে, উপজেলা পর্যায়ে নাম সংশোধনের জন্য বলা হয়েছে।”

এদিকেএলাকাবাসী অভিযোগ করেন, প্রকৃত দুস্থদের বাদ দিয়ে স্বজনপ্রীতির মাধ্যমে তালিকা চূড়ান্ত করা হয়েছে, যা সামাজিক নিরাপত্তা কর্মসূচির উদ্দেশ্যের পরিপন্থী।

স্থানীয়দের মতে, চেয়ারম্যান ও সদস্যদের পরিবারের আর্থিক অবস্থা বিবেচনায় তাদের এই কর্মসূচির উপকারভোগী হওয়া বেমানান।

ইউএনও কার্যালয় সূত্র জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে তালিকা পুনর্মূল্যায়ন করা হচ্ছে। প্রমাণ মিললে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে এবং তালিকা সংশোধন করা হবে।

প্রসঙ্গত, ভিডব্লিউবি কর্মসূচির তালিকা প্রস্তুতে মাঠপর্যায়ের সঠিক যাচাই-বাছাই বাধ্যতামূলক। অভিযোগ প্রমাণিত হলে তালিকা বাতিল করে নতুন করে উপকারভোগী নির্বাচন করার বিধান রয়েছে

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

ভারতের স্বার্থে শেখ হাসিনা দেশের সবকিছু উজাড় করে দিয়েছিল: রিজভী

এস এম কিবরিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের স্বার্থে শেখ হাসিনা দেশের সবকিছু উজাড় করে দিয়েছিল। দেশের খাল-বিল, নদী-নালা,...

রাবির হল প্রাধ্যক্ষরা ইসলামী ছাত্রী সংস্থা করার জন্য চাপ প্রয়োগ করে: আমানউল্লাহ আমান

রাবি প্রতিনিধিজাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান বলেছেন, 'রাজশাহী বিশ্ববিদ্যালয় এমন একটি ক্যাম্পাস যার রাজনৈতিক সংস্কৃতি অন্যান্য সকল বিশ্ববিদ্যালয় থেকে সম্পূর্ণ আলাদা। এখানে...

ডাকসু নির্বাচনে ছাত্র অধিকারের নির্বাচনী ইশতেহার ঘোষণা 

ঢাকা বিশদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে ছাত্র অধিকার সমর্থিত 'ডাকসু ফর চেঞ্জ প্যানেলের নির্বাচনী ইশতেহার ঘোষণা  করেছে।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা তিনটায়...

মিরসরাইয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ

চট্টগ্রামের মিরসরাইয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই থানার...

সম্পর্কিত নিউজ

ভারতের স্বার্থে শেখ হাসিনা দেশের সবকিছু উজাড় করে দিয়েছিল: রিজভী

এস এম কিবরিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের স্বার্থে...

রাবির হল প্রাধ্যক্ষরা ইসলামী ছাত্রী সংস্থা করার জন্য চাপ প্রয়োগ করে: আমানউল্লাহ আমান

রাবি প্রতিনিধিজাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান বলেছেন, 'রাজশাহী বিশ্ববিদ্যালয় এমন একটি ক্যাম্পাস...

ডাকসু নির্বাচনে ছাত্র অধিকারের নির্বাচনী ইশতেহার ঘোষণা 

ঢাকা বিশদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে ছাত্র অধিকার সমর্থিত 'ডাকসু ফর...